Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সম্পূর্ণ ভারতে তৈরি Maruti Suzuki-র এই গাড়ি, জানুন কী কী থাকছে গাড়িটিতে

জনপ্রিয় গাড়ি কোম্পানি মারুতি সুজুকি ভারতে নিয়ে আসতে চলেছে তাদের নতুন এসইউভি গাড়ি Suzuki Jimny। সুজুকি জানিয়েছে যে, এই গাড়ির সম্পূর্ণ নির্মাণ ভারতেই করা হবে এবং ভারতে সবার আগে এর…

Avatar

জনপ্রিয় গাড়ি কোম্পানি মারুতি সুজুকি ভারতে নিয়ে আসতে চলেছে তাদের নতুন এসইউভি গাড়ি Suzuki Jimny। সুজুকি জানিয়েছে যে, এই গাড়ির সম্পূর্ণ নির্মাণ ভারতেই করা হবে এবং ভারতে সবার আগে এর বিক্রি শুরু হবে। অটোমোবাইল সেক্টরে ভারত সরকারকে আত্মনির্ভর করার উদ্দেশ্যে সুজুকি মোটর ভারতের বাজারে এই গাড়ি নিয়ে আসতে চলেছে। আপনারা হয়তো জানেন, জাপানি গাড়ি কোম্পানি সুজুকি নিজের দেশে প্রতিবছর অফ রোড গাড়ির ৫০,০০০ ইউনিট তৈরি করে।যদিও শুরুতে, সুজুকি চেয়েছিল যাতে এই গাড়ির তিনটি দরজা যুক্ত মডেলটি ভারতে আসেম্বল করা যায়। কিন্তু, বর্তমানে সুজুকি ভারতে এই গাড়ির ৫টি দরজা যুক্ত মডেল লঞ্চ করার যোজনা ও তৈরি করেছে এবং এই মডেল ভারতে তৈরি করা হবে।এই কার নির্মাতা কোম্পানি লক্ষ্য যাতে ২০২২-২৩ এর মধ্যে স্থানীয় ভাবে ৩ দরজা এবং ৫ দরজা বিশিষ্ট মডেল তৈরি করা যায়। একটি অন্য রিপোর্ট থেকে জানা গিয়েছে, সুজুকি বিগত ৫ মাসে এমন কিছু ভারতীয় বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেছে যাতে ৫ দরজা যুক্ত Jimny উৎপাদনের সমস্ত সামগ্রী পাওয়া যায়।এই বছরের অটো এক্সপোতে ৩ দরজা যুক্ত suzuki Jimny প্রথমবারের জন্য শো কেস করা হয়েছিল। গতবছর সুজুকি Gypsy উৎপাদন বন্ধ হয়ে যাবার পরে ভারতের জন্য এই ৫ দরজা যুক্ত Jimny লঞ্চ করার পরিকল্পনা নিয়েছিল সুজুকি। অন্য দেশে এই গাড়িতে দেওয়া হয়েছে ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন ( ১২০ PS/ ১৩০ nm )। এই গাড়ি ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন অথবা ৪ স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক পদ্ধতিতে চালানো যেতে পারে। এই গাড়ির ভারতের স্পেসিফিকেশন একটু আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে।
About Author