Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Alto 800 এর থেকে ভালো গাড়ি লঞ্চ করলো মারুতি সুজুকি, স্টাইলিশ লুকের সাথে মাইলেজ দেবে ৩৪ kmpl

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা…

Avatar

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির বাজেট মূল্যে গাড়ির কথা বলতে গেলে প্রথমেই যেই গাড়ির কথা মাথায় আসে তা হল Maruti Suzuki Alto। এই Alto 800 গাড়ি রীতিমত দেশীয় মার্কেটে রমরমিয়ে ব্যবসা করেছে। তবে এখন এই গাড়ি বন্ধ করে দিয়েছে কোম্পানি। এই গাড়ির বদলে লঞ্চ হয়েছে Maruti Suzuki Alto K10 Tour H1। এই গাড়ি সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Alto 800 গাড়ির আপডেটেড ভার্সন হিসাবে লঞ্চ করা হয়েছে এই Alto K10 Tour H1। এই গাড়ি পেট্রোল এবং সিএনজি উভয় ভেরিয়েন্টের সাথে কোম্পানি লঞ্চ করেছে। এই গাড়ির ইঞ্জিনের কথা বললে, এতে ১.০ লিটার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা সর্বোচ্চ ৬৬ bhp শক্তি এবং ৮৯ Nm পিক টর্ক জেনারেট করে। কোম্পানি এটিতে CNG-এর বিকল্পও অফার করে, যার উপর এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৫৬ bhp শক্তি এবং ৮২ Nm পিক টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনের সাথে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়ির পেট্রোল ভ্যারিয়েন্ট ২৪.৬৪ Kmpl মাইলেজ দেয়। অন্যদিকে এর CNG ভ্যারিয়েন্ট ৩৪.৬৪ কিমি প্রতি কেজিতে মাইলেজ দেবে। এই গাড়ির পেট্রোল ভ্যারিয়েন্ট এর এক্স শোরুম মূল্য ৪.৮০ লাখ টাকা। অন্যদিকে এর CNG ম্যানুয়াল ট্রান্সমিশন এর দাম ৫.৭০ লাখ টাকা। বাজেট মূল্যের ভালো গাড়ি কিনতে চাইলে আপনার কাছে Alto K10 Tour H1 ভালো অপশন হতে পারে।

About Author