Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গাড়ির বাজারে ডাবল ধামাকা, শীঘ্রই ভারতের বাজারেও লঞ্চ হতে চলেছে মারুতির এই সুপার গাড়ি

গ্রাহকদের আকৃষ্ট করতে বিগত কয়েক বছরে বহু গুণে গাড়ির উৎপাদন বাড়িয়েছে মারুতি সুজুকি। ক্রমাগত নতুন গাড়ির উৎপাদন এখন অন্যান্য কোম্পানির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি এই মুহূর্তে শক্তিশালী…

Avatar

গ্রাহকদের আকৃষ্ট করতে বিগত কয়েক বছরে বহু গুণে গাড়ির উৎপাদন বাড়িয়েছে মারুতি সুজুকি। ক্রমাগত নতুন গাড়ির উৎপাদন এখন অন্যান্য কোম্পানির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি এই মুহূর্তে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি যদি দুর্দান্ত মাইলেজের একটি গাড়ি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আজকের নিবন্ধটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। কারণ আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য মারুতির এমন একটি শক্তিশালী গাড়ি নিয়ে এসেছি, যেটি আপনাদের সমস্ত চাহিদা পূরণ করবে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, ২০২৪ সালে লঞ্চ হতে চলা মারুতি সুজুকির দামদার গাড়িটির দাম এবং অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে-

প্রথমেই আমরা আপনাদের বলি, ভারতীয় গাড়ি নির্মাণ সংস্থা মারুতি সুজুকি তাদের নতুন গাড়ি Hustler সম্প্রতি বিদেশের বাজারে লঞ্চ করেছে। বিভিন্ন সূত্রের প্রাপ্ত খবর অনুসারে জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতের বাজারে Maruti Suzuki Hustler গাড়িটি লঞ্চ করবে এই গাড়ি নির্মাণ কোম্পানি। এদিকে সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, মারুতির এই শক্তিশালী গাড়িটি হবে ভারতের বাজারে সবচেয়ে লো-বাজেটের প্রিমিয়াম গাড়ি। গ্রাহকরা চাইলে মাত্র ৫ থেকে ৭ লাখ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন Maruti Suzuki Hustler।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতের বাজারে লঞ্চ হতে চলা এই গাড়িটির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলি, তবে এতে ৬৫৮ সিসি শক্তিশালী ইঞ্জিন থাকবে। যা ৫২ পিএস পাওয়ার এবং ৫১ এইচপি টর্ক উৎপাদন করতে সক্ষম হবে। যা ছোট সেগমেন্টের গাড়ির মধ্যে ভারতীয় গ্রাহকদের জন্য সেরা গাড়িতে পরিণত হবে। এছাড়া এই গাড়িতে অত্যাধুনিক বৈশিষ্ট্য গুলির মধ্যে থাকবে সানরুফ, ডিজিটাল ডিসপ্লে, ৩৬০ ক্যামেরা, রিয়ার সেন্সর, পাওয়ার উইন্ডো, পাওয়ার সাইড মিরর, এসি, এবিএস, স্মার্টফোন সংযোগ, ডিজিটাল কনসোল, এয়ারব্যাগের মতো একাধিক সুবিধা। পাশাপাশি গাড়িটির দুর্দান্ত ডিজাইন বাজারের অন্যান্য গাড়ির তুলনায় Maruti Suzuki Hustler কে ভিন্নভাবে উপস্থাপন করবে।

About Author