টেক বার্তা

মধ্যবিত্ত পরিবারকে বড় উপহার দিল Maruti Suzuki, বাজেট মূল্যে লঞ্চ হচ্ছে ৭ সিটার WagonR MPV

২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে বাজারে চলে আসবে Maruti Suzuki WagonR 7 Seater

Advertisement
Advertisement

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির বাজেট মূল্যে গাড়ির কথা বলতে গেলে প্রথমেই যেই গাড়ির কথা মাথায় আসে তা হল WagonR। এই গাড়িটি হল কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি। প্রচুর মানুষ এই বাজেট মূল্যের গাড়িটিকে ব্যাপক পছন্দ করেন। এবার তো আবার কোম্পানি লঞ্চ করতে চলেছে Maruti Suzuki WagonR 7 Seater। এই গাড়ি ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে বাজারে চলে আসবে।

Advertisement
Advertisement

এই ৭ সিটার গাড়ি এখনকার বর্তমান WagonR প্ল্যাটফর্মে তৈরি হবে। তবে ৭ সিট থাকার জন্য এতে লম্বা ও চওড়া বাড়ানো হবে। ফলে তৃতীয় রোয়ের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে। এই গাড়িতে থাকবে সম্পূর্ণ নতুন ইঞ্জিন ও ট্রান্সমিশন সিস্টেম। গাড়িতে সম্পূর্ণ নতুন ফ্রন্ট ফেসিয়া, হেড লাইট এর ডিজাইন থাকবে। ক্রম ফ্রন্ট গ্রিল, নতুন এলইডি হেড ও টেল ল্যাম্প, এলইডি DRL ইত্যাদি দেখা যেতে পারে। পাশাপশি এই গাড়িতে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফটেন্টমেন্ট সিস্টেম থাকবে যা অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে সাপোর্ট করবে।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি ৭ সিটার এই WagonR গাড়িতে দুই ধরনের ইঞ্জিন বিকল্প দেখা যেতে পারে। ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন অপশন ৬৮ hp পাওয়ার ও ৯০ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। অন্যদিকে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন অপশন ৮৩ hp পাওয়ার ও ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এই গাড়ি গড়ে ২৪kmpl এর মাইলেজ দিতে পারে।এই গাড়ির এক্স শোরুম মূল্য ৫.৫০ লাখ থেকে শুরু করে ৭.৫০ লাখ অব্দি হতে পারে। বাজেট মূল্যের এই ৭ সিটার গাড়ি যে ব্যাপক জনপ্রিয় হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button