ভারতে যে সমস্ত কোম্পানির গাড়ি বেশি বিক্রি হয় তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো মারুতি সুজুকি। এই কোম্পানির Eeco গাড়িটি যেমন পারফরমেন্সের দিক থেকে দুর্দান্ত, তেমনি কিন্তু মাইলেজ এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রেই এই গাড়িটি দারুন পারফরম্যান্স দিতে পারে আপনাকে। নানা সময় গ্রাহকের নানান প্রয়োজন সম্পূর্ণ করতে এই গাড়িটি অনবদ্য। এই গাড়িটি যেমন আপনারা অফ রোডিং এর জন্য ব্যবহার করতে পারেন তেমনি কিন্তু বিজনেস অথবা মার্কেটিংয়ের জন্য এই গাড়ি ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই গাড়িটি একটি মাল্টিপারপাস ভেহিকেল। দামের বিচারে ৭ সিটার সেগমেন্টে এই গাড়ির জুড়ি মেলা ভার।
এবার আবার সম্পূর্ণ নতুন রূপে Maruti Suzuki লঞ্চ করতে চলেছে তাদের Eeco গাড়ি। প্রায় ১১ বছর বাদে আপডেট হতে চলেছে এই ইকো প্যাসেঞ্জার ভেহিকেল। ইতিমধ্যে ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়েছে এই গাড়ির নতুন রূপের কিছু ঝলক যা দেখে ব্যাপক পছন্দ হচ্ছে গ্রাহকদের। নতুন প্রজন্মের Maruti Eeco-এর ডিজাইন বর্তমান মডেল থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে। এতে নতুন ডিজাইন করা ফ্রন্ট প্রোফাইল আছে যেখানে এই নতুন ডিজাইনের বাম্পার, LED হেডলাইট এবং LED DRS সহ ফগল্যাম্প পাওয়া যাবে। এছাড়া এতে থাকবে LED টেল লাইট। আর এই গাড়িতে অ্যালয় হুইল থাকবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইঞ্জিনের কথা বললে এই গাড়িতে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনটি ৮১ bhp শক্তি এবং ১০৪ Nm টর্ক জেনারেট করবে। এতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেখা যাবে। ফিচারের কথা বললে আধুনিক গাড়ির মত এতে বড় টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সাপোর্ট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সুবিধা পেতে চলেছে। এছাড়াও, গাড়ির অন্যান্য হাইলাইটগুলির মধ্যে রয়েছে ক্রুজ কন্ট্রোল, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার আসন, প্রিমিয়াম চামড়ার আসন এবং কি লেস এন্ট্রি। তবে এখনও অব্দি ভারতীয় মার্কেটে এই গাড়ি কবে লঞ্চ করবে সেই নিয়ে কোনো অফিসিয়াল আপডেট দেয়নি কোম্পানি।