ভারতের রাস্তায় এক সময় যে গাড়িকে ‘পারিবারিক গাড়ি’ বলা হত, সেই মারুতি ওমনি আবার ফিরছে নতুন সাজে। দীর্ঘদিন বাজার থেকে গায়েব থাকার পর, ক্রমবর্ধমান ডিমান্ডকে মাথায় রেখে কোম্পানি আবারও জনপ্রিয় এই সেভেন-সিটারকে বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার ওমনির ডিজাইন, ফিচার এবং সুরক্ষা সবই নতুন। নতুন ওমনিতে দেওয়া হয়েছে 999 সিসি পেট্রোল ইঞ্জিন, সঙ্গে থাকছে এন্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS)। ইঞ্জিনের পারফরম্যান্স আগের চেয়ে উন্নত এবং BS6 Phase 2 এমিশন নর্মস মেনে তৈরি। কোম্পানির দাবি, প্রতি লিটার পেট্রোলে প্রায় ৩৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে এবং গাড়িটি সর্বোচ্চ ১২০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলতে সক্ষম।
ডিজাইনের দিক থেকেও এসেছে বড় পরিবর্তন। নতুন ওমনিতে দেওয়া হয়েছে স্টাইলিশ এক্সটেরিয়র, ইউনিক হেডল্যাম্প ডিজাইন, স্লিক গ্রিল, হাই-মাউন্টেড স্টপ ল্যাম্প ও নতুন ধরনের টেল লাইট। অভ্যন্তরীণ সাজসজ্জায় যুক্ত হয়েছে ডুয়েল-টোন ড্যাশবোর্ড, প্রশস্ত কেবিন ও আরামদায়ক সিটিং ব্যবস্থা। ইনফোটেনমেন্টের জন্য রয়েছে ৭ ইঞ্চির ফুলি ডিজিটাল টাচস্ক্রিন সিস্টেম, যা Apple CarPlay এবং Android Auto সাপোর্ট করে। আরও আকর্ষণীয় হলো এতে ওয়্যারলেস কানেক্টিভিটি, Bluetooth, USB চার্জিং পোর্ট, কল ও মেসেজ অ্যালার্ট সিস্টেম। নিরাপত্তার ক্ষেত্রে ওমনি এবার অনেক বেশি শক্তিশালী। রয়েছে ৬ এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর, 360-ডিগ্রি ক্যামেরা, স্মার্ট লক সিস্টেম, ভয়েস কমান্ড ও নেভিগেশন সাপোর্ট।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইঞ্জিনের শক্তি হিসেব করলে, 999 সিসি থ্রি-সিলিন্ডার ইঞ্জিন থেকে প্রায় ৪০ বিএইচপি পাওয়ার এবং ৬৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন হয়। পারিবারিক প্রয়োজনে সাশ্রয়ী দামের মধ্যে এই গাড়ি আবারও জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে। দামের ক্ষেত্রেও ওমনিকে রাখা হয়েছে গ্রাহক-বান্ধব সীমার মধ্যে। ভারতীয় বাজারে নতুন ওমনি পাওয়া যাবে ২,০০,০০০ থেকে শুরু করে ৩,০০,০০০ টাকার মধ্যে। কোম্পানির তরফে জানানো হয়েছে, লো ডাউনপেমেন্ট দিয়েও গাড়িটি কেনার সুযোগ থাকবে