Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Maruti Alto K10 এর অনন্য অফার, শোরুম থেকে কিনুন মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকায়

সস্তা ফাইন্যান্স অফারে মারুতি অল্টো K10 কেনার স্বপ্ন পূরণ করতে পারেন এবার আপনি। এই গাড়ির ফিচারও অনেক ভালো হতে চলেছে এবং এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ভালো মাইলেজ এবং সুন্দর…

Avatar

সস্তা ফাইন্যান্স অফারে মারুতি অল্টো K10 কেনার স্বপ্ন পূরণ করতে পারেন এবার আপনি। এই গাড়ির ফিচারও অনেক ভালো হতে চলেছে এবং এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ভালো মাইলেজ এবং সুন্দর ডিজাইন। এটি আরামদায়ক একটি পারিবারিক গাড়ি হিসেবে বিবেচিত হয় এবং গ্রাহকরা মোট ১ লক্ষ ২০ হাজার টাকা ডাউনপেমেন্ট করে এই গাড়িটি কিনতে পারবেন। এই গাড়িতে বেশকিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আপনি সাধারণত খুবই দামি গাড়িতে দেখতে পান। নভেম্বর মাসে বর্তমানে এই গাড়ির উপরে ব্যাপক ডিসকাউন্ট চলছে। এই গাড়িটির সিএনজি অপশনের উপরে এই মুহূর্তে রয়েছে ৪০ হাজার টাকা ডিসকাউন্ট। পাশাপাশি ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন ভেরিয়েন্ট এর উপরে রয়েছে ৫০ হাজার টাকা ডিসকাউন্ট। একই সময়ে আপনি ইএমআই অফারে এই গাড়িটি কিনতে পারবেন।

রাজধানী দিল্লির শোরুম থেকে কেনা মারুতি alto K10 গাড়ির অন রোড প্রাইস হতে চলেছে মাত্র ৪ লক্ষ ৩৭ হাজার টাকা। গ্রাহকদের শোরুমে গিয়ে ফিন্যান্স প্লান এর অধীনে ১ লক্ষ ২০ হাজার টাকা ডাউন পেমেন্ট করে তারপর গাড়ি কিনতে হবে। এরপরে টানা চার বছর প্রতি মাসে ৮ হাজার টাকা করে ইএমআই দিতে হবে। ক্রেতারা গাড়ি কেনার ক্ষেত্রে ভালো অফার পেয়ে যাবেন। এই গাড়িতে এমন কিছু ফিচার আপনাদের জন্য রয়েছে, যা কিন্তু এত কমদামের গাড়ির মধ্যে সহজে আপনারা পান না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি ১ লিটার ৩ সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৬৬ bhp শক্তি এবং ৮৯ nm টর্ক জেনারেট করে থাকে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি ফাইভ স্পিড ম্যানুয়াল বা AMT গিয়ার বক্স। এই গাড়িতে রয়েছে একটি সিএনজি বিকল্প। এই গাড়ির পেট্রোল ভেরিয়েন্ট প্রতি লিটারে প্রায় ২৫ কিলোমিটার মাইলেজ প্রদান করে থাকে। অন্যদিকে সিএনজি ভেরিয়েন্টের মাইলেজ ৩৩ কিলোগ্রাম প্রতি কেজি। এই গাড়িটি ভারতে বেশ কিছু জনপ্রিয় গাড়ির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। এর মধ্যে অন্যতম হলো সুইফট ডিজায়ার, ওয়াগনার, এবং alto 800।

About Author