Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Maruti Ignis: মাত্র ৬০ হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন Maruti suzuki কোম্পানির সস্তায় এসইউভি Ignis, জানুন সম্পূর্ণ অফার

Maruti suzuki ভারতের সব থেকে বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলির মধ্যে একটি। এই কোম্পানির গাড়িগুলি প্রতিটি সেগমেন্টে মানুষের বেশ পছন্দ হয়। তবে আজকের নিবন্ধে আমরা আপনাকে এই কোম্পানির একটি ক্রস হ্যাচব্যাক…

Avatar

Maruti suzuki ভারতের সব থেকে বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলির মধ্যে একটি। এই কোম্পানির গাড়িগুলি প্রতিটি সেগমেন্টে মানুষের বেশ পছন্দ হয়। তবে আজকের নিবন্ধে আমরা আপনাকে এই কোম্পানির একটি ক্রস হ্যাচব্যাক সেগমেন্ট এর গাড়ির কথা বলতে চলেছি। এই গাড়িটির নাম হলো Maruti Ignis। এই গাড়িতে আপনারা কম দামের মধ্যে দারুন মাইলেজ এবং দুর্দান্ত ডিজাইন পেয়ে যাবেন। আপনি যদি কম বাজেটে এরকম একটি SUV গাড়ি কিনতে চান তাহলে আপনাকে এই গাড়ির ব্যাপারে বিস্তারিত জানতেই হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক মারুতি সুজুকি Ignis গাড়িটিতে কি কি আপনি পাচ্ছেন।

এই গাড়িটির বেশ মডেল হল সিগমা এবং এই মডেলটিতে আপনি পেয়ে যাবেন ১১৯৭ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনটি ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত। এই ইঞ্জিনটি ৮১.৮০ বিএইচপি শক্তি এবং ১১৩ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। সিগমা ভেরিয়ান্টের মাইলেজ সম্পর্কে বলতে গেলে, কোম্পানি দাবি করছে এই গাড়িটি প্রতি লিটারে আপনাকে ২১ কিলোমিটারের মাইলেজ দিতে পারে। এই গাড়িটি ARAI দ্বারা স্বীকৃত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িতে আপনারা অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার কানেক্টিভিটি, মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল, ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এর মত বৈশিষ্ট্য রয়েছে। এই গাড়িটির এক্স শোরুম প্রাইস দিল্লিতে ৫ লক্ষ ৮৪ হাজার টাকা। এই গাড়ির অন রোড প্রাইস ৬ লক্ষ ৪২ হাজার টাকা পর্যন্ত যেতে পারে। তবে আপনার কাছে যদি এরকম বড় বাজেট না থাকে তাহলে আপনি খুবই কম ডাউনপেমেন্টে এই গাড়িটি সহজেই আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কি সেই পরিকল্পনা।

এই গাড়িটি কেনার জন্য আপনার কাছে যদি ৬.৪২ লক্ষ টাকার বাজেট না থাকে তাহলে আপনি ৬০০০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে সহজেই ফিনান্স প্ল্যান এর মাধ্যমে এই গাড়িটি কিনতে পারেন। ডাউন পেমেন্ট এবং ইএমআই ক্যালকুলেটর অনুসারে আপনি যদি ৬০ হাজার টাকার ডাউনপেমেন্ট করেন তাহলে ব্যাংক আপনাকে সহজেই এর জন্য ৫ লক্ষ ৮২ হাজার টাকা ঋণ দিতে পারে। তবে সেক্ষেত্রে আপনাকে ৯.৮% সুদ দিতে হবে। ঋণ পরিশোধ করতে হলে আপনাকে প্রতিমাসে ১২,৩০৯ টাকা করে পেমেন্ট করতে হবে। পাঁচ বছরের জন্য আপনি এই ইএমআই করতে পারবেন। ফলে সহজেই এই গাড়িটি আপনার হয়ে যেতে পারে।

About Author