Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সবথেকে বেশি বিক্রি হল Maruti Suzuki কোম্পানির এই গাড়িটি, WagonR ও পিছিয়ে পরেছে, জানুন গাড়িটির দাম

এই সময় ভারতের বাজারে গাড়ির একটা বিশাল চাহিদা রয়েছে। করোনা ভাইরাস পরবর্তী সময়ে প্রত্যেক মানুষ নিজের জন্য একটা আলাদা গাড়ি কেনার পরিকল্পনা গ্রহণ করছেন। বিগত আগস্ট মাসে ভারতের বাজারে দারুন…

Avatar

এই সময় ভারতের বাজারে গাড়ির একটা বিশাল চাহিদা রয়েছে। করোনা ভাইরাস পরবর্তী সময়ে প্রত্যেক মানুষ নিজের জন্য একটা আলাদা গাড়ি কেনার পরিকল্পনা গ্রহণ করছেন। বিগত আগস্ট মাসে ভারতের বাজারে দারুন ভাবে বিক্রি হয়েছে WagonR, Brezza এর মতো বেশ কিছু গাড়ি। তবে এই দুটি গাড়িকে ছাড়াও, মারুতি সুজুকি কোম্পানির আরো একটি গাড়ি আগস্ট মাসে দারুন ভাবে বিক্রি হয়েছে। এই গাড়িটির নাম মারুতি সুজুকি Baleno। শুধুমাত্র আগস্ট মাসে এই গাড়িটির ১৮৪১৮ টি ইউনিট বিক্রি হয়েছে। ফেব্রুয়ারি মাসে মারুতি সুজুকি কোম্পানির তরফ থেকে এই গাড়িটির ২০২২ সালের একটি নতুন মডেল লঞ্চ করা হয়েছিল। লঞ্চ হবার পর থেকেই এই গাড়ির মডেলটি ভারতের বাজারে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে।

আপনারা এই গাড়িতে পেয়ে যাচ্ছেন ২২.৯৪ কিলোমিটারের মাইলেজ। অর্থাৎ এক লিটার পেট্রোল ভরিয়ে আপনারা ২২.৯৪ কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন এই গাড়িতে। এই গাড়িটির ৭টি ভেরিয়ান্ট এই মুহূর্তে বাজারে রয়েছে। এই গাড়ির সবথেকে সস্তা ভেরিয়েন্ট এর দাম সিগমা, যার দাম ৬ লাখ ৪৯ হাজার টাকা। দ্বিতীয় মডেলের নাম ডেলটা যার দাম ৭ লক্ষ ৩৩ হাজার টাকা। তৃতীয় মডেলের দাম ডেল্টা এজিএস যার দাম ৭ লক্ষ ৮৩ হাজার টাকা। চতুর্থ মডেলের দাম জেটা, যার দাম ৮ লক্ষ ২৬ হাজার টাকা। পঞ্চম মডেলের দাম জেটা এজিএস, যার দাম ৮ লক্ষ ৭৬ হাজার টাকা। ষষ্ঠ মডেলের দাম আলফা যার দাম ৯ লক্ষ ২১ হাজার টাকা। সবশেষে, সপ্তম মডেলের দাম আলফা এজিএস যার দাম ৯ লক্ষ ৭১ হাজার টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই নতুন মারুতি সুজুকি Baleno গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন বড় রেডিয়েটর গ্রিল, এলইডি ডিআরএল এর সাথে নতুন এলইডি প্রজেক্টর হেডল্যামপ ক্লাস্টার, স্পর্টিয়ার ফ্রন্ট বাম্পার, এলইডি ফগ ল্যাম্প, ১৬ ইঞ্চির অ্যালয় হুইল, রিয়ার স্প্লিট এলইডি টেল লাইট এবং রিডিজাইন্ড রিয়ার বাম্পারের মতো কিছু ফিচার। সেফটির ব্যাপারে এই মুহূর্তে এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, এবিএস সিস্টেম, রিভার্সিং সেন্সর, থ্রি পয়েন্ট সিটবেল্ট, স্পিড এলার্ট সিস্টেম, এবং হাই ট্রিম এয়ার ব্যাগ। তার পাশাপাশি আপনারা এখানে হিল হোল্ড কন্ট্রোল সিস্টেম পেয়ে যেতে চলেছেন। তার পাশাপাশি, আপনাদের জানিয়ে রাখি, মারুতি সুজুকি কোম্পানির এই নতুন গাড়িটি তৈরি হয়েছে হার্টরেক্ট প্ল্যাটফর্মের উপরে।

About Author