Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সেপ্টেম্বরে ধামাকা, 3 তারিখেই লঞ্চ হচ্ছে মারুতির নতুন Arena SUV

মারুতি সুজুকি আবারও ভারতীয় SUV বাজারে চমক আনতে চলেছে। কোম্পানির নতুন Arena SUV-এর প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ্যে এসেছে, যা লঞ্চ হবে আগামী ৩ সেপ্টেম্বর। যদিও এখনও নাম নিশ্চিত নয়, তবে…

Avatar

মারুতি সুজুকি আবারও ভারতীয় SUV বাজারে চমক আনতে চলেছে। কোম্পানির নতুন Arena SUV-এর প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ্যে এসেছে, যা লঞ্চ হবে আগামী ৩ সেপ্টেম্বর। যদিও এখনও নাম নিশ্চিত নয়, তবে গুঞ্জন রয়েছে এই মডেলের নাম হতে পারে Victoris। এটাই হবে মারুতির আরেনা লাইনের নতুন ফ্ল্যাগশিপ SUV।

ডিজাইন ও টিজার ঝলক

টিজারে দেখা গিয়েছে গাড়ির টেইল-ল্যাম্প ডিজাইন, যেখানে বুমেরাং আকৃতি এবং তিন ভাগে বিভক্ত LED সেকশন দেওয়া হয়েছে। আগেই ক্যামোফ্লাজড প্রোটোটাইপের স্পাই শটে নজরে এসেছিল, গাড়িটির সামগ্রিক লুক অনেকটা e-Vitara অনুপ্রাণিত। ক্রসওভার স্টান্সের এই SUV-টি Grand Vitara-এর মতো প্ল্যাটফর্মে তৈরি হলেও এর ডিজাইন সম্পূর্ণ আলাদা হবে বলে মনে করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইন্টেরিয়র ও ফিচার

অভ্যন্তরে থাকছে বেশ কিছু প্রিমিয়াম ফিচার। গ্র্যান্ড ভিটারা থেকে নেওয়া হতে পারে ৯-ইঞ্চি টাচস্ক্রিন, ওয়্যারলেস Apple CarPlay/Android Auto, ওয়্যারলেস চার্জার, অ্যাম্বিয়েন্ট লাইট এবং অটোমেটিক AC। তবে ড্যাশবোর্ড ডিজাইনে কিছুটা পরিবর্তন আশা করা হচ্ছে।

ইঞ্জিন ও পাওয়ারট্রেন

কোডনেম Y17-এর এই SUV-তে থাকবে গ্র্যান্ড ভিটারা থেকে নেওয়া সব পাওয়ারট্রেন অপশন। অর্থাৎ, 103hp ক্ষমতাসম্পন্ন 1.5-লিটার মাইল্ড-হাইব্রিড এবং 116hp স্ট্রং-হাইব্রিড ইঞ্জিন পাওয়া যেতে পারে। সঙ্গে থাকবে সংশ্লিষ্ট গিয়ারবক্স অপশন। এছাড়াও, কারখানা থেকে ফিট করা CNG কিটও যুক্ত হতে পারে।

প্রতিদ্বন্দ্বী ও বাজারে অবস্থান

এই নতুন Arena SUV মূলত টক্কর দেবে Hyundai Creta, Kia Seltos এবং Honda Elevate-এর মতো জনপ্রিয় মিডসাইজ SUV-কে। তবে দাম Grand Vitara-র তুলনায় কিছুটা সাশ্রয়ী হবে বলে আশা। এক্স-শোরুম মূল্য প্রায় ১০ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে থাকতে পারে। অর্থাৎ, গ্র্যান্ড ভিটারা এবং এই SUV-এর অবস্থান অনেকটা যেমন Ertiga ও XL6 অথবা Brezza ও Fronx-এর মতো আলাদা হলেও পরস্পর সম্পর্কিত।

About Author