নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গুপ্তিল রবিবার অকল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে লাইভ টিভিতে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের সাথে হিন্দিতে মজা করেন। চলতি পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে সাত উইকেটে পরাজিত করেছে।
ম্যাচ শেষের পর সম্প্রচারকারী টিভি চ্যানেলের অ্যাঙ্কর লাইভে অনুষ্ঠান করছিলেন এবং একটু দূরে মার্টিন গুপ্তিল ও ভারতীয় ওপেনার রোহিত শর্মা কথোপকথন করছিলেন। সেই সময় চাহাল লাইভ অনুষ্ঠানের মাইক্রোফোন হাতে করে নিয়ে দুজনের কাছে গিয়ে তাদের অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞাসা করেন “কি হচ্ছে?” গুপ্তিল মজা করে জবাব দেন, “কেয়া হ্যা জি *?” এটা শুনে রোহিত তার হাসি নিয়ন্ত্রণ করতে না পেরে প্রায় মাটিতে লুটিয়ে পড়েন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : মহেন্দ্র সিংহ ধোনি অবসর নিলে তা ভারতীয় ক্রিকেটের ক্ষতি
এদিকে পুরো ঘটনাটি সরাসরি ক্যামেরায় ধরা পড়ায় বিব্রত অবস্থায় পড়ে যান চাহাল। গুপ্তিলও বুঝতে পারেনি যে তিনি টিভিতে লাইভ অনুষ্ঠানে মজা করে গালাগালি দিয়ে ফেলেছেন। তাই তিনিও অপ্রস্তুত হয়ে পড়েন। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Meanwhile, live on national television…
Yuzi Chahal: Hey, wassup boys?
Martin Guptill: Hey G**du! ? ? ? ?Look at Rohit Sharma lose it! ? ? ?
Give #ChahalTV a primetime slot! #NZvIND pic.twitter.com/TSRn6R1fAA
— Santadeep Dey (@SantadeepDey) January 26, 2020