Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ধর্ষণ রুখতে স্কুলে মার্শাল আর্ট, শিক্ষামন্ত্রীকে আবেদন সোশ্যাল মিডিয়ায়

ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি আপনি আপনার প্রিয় কন্যাটিকে গান, নাচ, আঁকা এইসব শেখান। আপনার কন্যা কে নম্র-ভদ্র করে তোলার জন্য কতই না চেষ্টা করেন। কিন্তু আর বোধহয় সেই দিন নেই।…

Avatar

ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি আপনি আপনার প্রিয় কন্যাটিকে গান, নাচ, আঁকা এইসব শেখান। আপনার কন্যা কে নম্র-ভদ্র করে তোলার জন্য কতই না চেষ্টা করেন। কিন্তু আর বোধহয় সেই দিন নেই। নম্র-ভদ্র চুপচাপ কন্যাটির উপরে আসতে পারে নরকের কীটদের থাবা। শেষ করে দিতে পারে ছোট থেকে যত্ন করে পালিত আপনার শিশুকন্যাটিকে।
 
তাই আঁকা, গান, নাচ এর পাশাপাশি কন্যাটিকে সেখান ক্যারাটে, মার্শাল আর্ট। প্রত্যেকটি স্কুলগুলিতে ও এই শিক্ষা অতি জরুরী। দিনের সাথে তাল মেলাতে স্কুলগুলিতে শুরু হয়েছে সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা। ঠিক তেমনই এখন যা পরিস্থিতি প্রতিটি মেয়ের ই নিজেকে আত্ম রক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তবেই তো বাবা মায়েরা বলতে পারবে ‘আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে’।
About Author