বুয়েনাস আইরেস: ষাটটা বসন্ত পেরিয়ে গিয়েছেন। তবুও উন্মাদনায এতটুকু ভাঁটা পড়েনি। কিন্তু এবার বোধ হয় ঘটল ছন্দপতন। সোমবার হঠাৎ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন ফুটবলের রাজপুত্র। তাই মারাদোনাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগামী তিনদিন হাসপাতালে রেখে তাঁকে পর্যবেক্ষণ করা হবে বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মারাদোনার শরীরে ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে। এমনকি রক্তাল্পতার পুরনো সমস্যাও রয়েছে তাঁর। তাই তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। তবে আশার খবর এটাই যে, মারাদোনার শরীরে করোনার কোনও লক্ষণ খুঁজে পাওয়া যায়নি। আর এই খবরটি আপাতত স্বস্তি দিয়েছে মারাদনা ভক্তদের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি নিজের জন্মদিনের কেক কাটতে স্থানীয় ক্লাব জিমনেশিয়ার মাঠে মারাদোনাকে দেখা গিয়েছিল। সেখানেও বেশ উৎফুল্ল লাগছিল ফুটবলের রাজপুত্রকে। কিন্তু হঠাৎই তাঁর শারীরিকভাবে অসুস্থতা ফুটবল বিশ্বের মন খারাপের খবর নিয়ে এসেছে। তবে সকলের এখন একটাই কামনা, দ্রুত সুস্থ হয়ে উঠুক সকলের প্রিয় মারাদোনা।