Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আন্দোলনকারী কৃষকদের পাশে থেকে পদ্মশ্রী, অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার বার্তা প্রাক্তন ক্রীড়াবিদদের

নয়াদিল্লি: কেন্দ্রের প্রকাশ করার নয়া কৃষি আইনের বিরোধিতা করে রাস্তায় নেমেছে হাজার হাজার কৃষক। গত বেশ কয়েকদিন ধরে ভারতীয় কৃষক ইউনিয়নের পক্ষ থেকে এই লং মার্চ কার্যত কিছুটা হলেও বেকায়দায়…

Avatar

নয়াদিল্লি: কেন্দ্রের প্রকাশ করার নয়া কৃষি আইনের বিরোধিতা করে রাস্তায় নেমেছে হাজার হাজার কৃষক। গত বেশ কয়েকদিন ধরে ভারতীয় কৃষক ইউনিয়নের পক্ষ থেকে এই লং মার্চ কার্যত কিছুটা হলেও বেকায়দায় ফেলে দিয়েছে মোদি সরকারকে। কৃষকদের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সেই প্রস্তাব ছিল শর্তসাপেক্ষ। তাই শর্তে না গিয়ে অবশেষে গতকাল, মঙ্গলবার বিজ্ঞানভবনে কৃষক ও সরকারের মধ্যে আলোচনা হয়। কিন্তু দীর্ঘক্ষণ পরেও আলোচনা থেকে কোনও সমাধানসূত্র মেলেনি। সরকার অনড় থাকে কৃষি আইন বহাল রাখার ক্ষেত্রে। যা মানতে নারাজ কৃষকরা। তাই আন্দোলনকারী কৃষকদের মধ্যে একইভাবে বিক্ষোভের মানসিকতা বজায় রয়েছে। আর এরই মধ্যে আন্দোলনকারী কৃষকদের সমর্থন জানিয়ে নিজেদের পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েকজন ক্রীড়াবিদ।

জানা গিয়েছে, পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারজয়ী কুস্তিগীর কর্তার সিং অর্জুন পুরস্কারজয়ী বাস্কেট বল প্লেয়ার সজ্জন সিং চিমা, অর্জুন পুরস্কার প্রাপক হকি প্লেয়ার রাজবীর কউরের মতো ক্রিড়াবিদরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৫ ডিসেম্বর তাঁরা রাষ্ট্রপতি ভবনের বাইরে নিজেদের পুরস্কার রেখে আসবেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয এই প্রসঙ্গে প্রতিবাদী ভাষায় সজ্জন সিং চিমা বলেছেন, ‘আমরা সকলেই কৃষকের সন্তান। তারা গত কয়েক মাস ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছেন। তাদের জন্য একটাও হিংসার ঘটনা ঘটেনি। কিন্তু তাদের দিল্লি যাওয়া আটকাতে জলকামান কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করা হযেছে। আমাদের গুরুজন ও ভাইদের পাগড়ি যেখানে খুলে দেওয়া হয়, সেখানেই পুরস্কার নিয়ে আমি কী করব? কী কাজে আসবে এই পুরস্কার? তাই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা আমাদের কৃষক ভাইদের পাশে আছি এভাবেই নিজেদের পুরস্কার ফিরিয়ে দিয়ে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন ক্রীড়াজগতের তাবড় তাবড় ক্রিড়াবিদরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author