মান্যার ছবিতে কমেন্ট করে প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার (Manushi chillar) বলেছেন, সমস্ত বিভেদ কাঁচের দেওয়ালের মতো ভেঙে পড়ুক। অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) মান্যাকে শুভেচ্ছা জানিয়েছেন। ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’-এর মুকুট উঠেছে তেলেঙ্গানার ইঞ্জিনিয়ার মানসা বারাণসী (Mansa varanasi) এবং ‘মিস গ্র্যান্ড ইন্ডিয়া’ হয়েছেন হরিয়ানার মণিকা শেওকান্দ (Monica seokand)।
অটোচালকের মেয়ের মাথায় উঠল ভারত সুন্দরীর মুকুট, গর্বিত প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী
‘ফেমিনা মিস ইন্ডিয়া’ ভারতীয় মেয়েদের স্বপ্ন। এই সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ ধনী-গরিব বিচার করে না। শুধুই বিচার করে যোগ্যতা। তা আরও একবার প্রমাণিত হল 2021 সালে। এই বছরের ‘vlcc ফেমিনা মিস…

আরও পড়ুন