বিনোদনবলিউড

মনোজ তিওয়ারির মেয়ে রিতি খুব গ্ল্যামারাস, হটনেসের বলিউড অভিনেত্রীকে টেক্কা, দেখুন ছবি

×
Advertisement

মনোজ তিওয়ারি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা ও গায়ক। ভোজপুরি দর্শকদের পাশাপাশি দর্শকমহলের একাংশের মাঝে তার পরিচিতি নেহাত কম নয়। বর্তমানে পর্দায় তাকে সেভাবে দেখা না গেলেও দর্শকদের মাঝে তার জনপ্রিয়তা কমেনি এতোটুকুও। তবে বর্তমানে মিডিয়ার পাতায় তিনি নিজের মেয়ের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। এই মুহূর্তে তার বড় মেয়ে রীতি তিওয়ারিই মিডিয়ার নজর আকর্ষণ করেছেন।

Advertisements
Advertisement

Advertisements

রীতি তিওয়ারি মনোজ তিওয়ারির প্রথম পক্ষের বড় মেয়ে। বলে রাখা ভালো, অভিনেতা গায়ক দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার প্রথম পক্ষের দুটি কন্যা এবং দ্বিতীয় পক্ষের একটি। অবশ্য মনোজ তিওয়ারি নিজের তিন কন্যা সন্তানকে নিয়েই বেশ গর্বিত, তা অবশ্য একাধিক সাক্ষাৎকারে তার কথা শুনেই স্পষ্ট হয়েছে। এই মুহূর্তে রীতির একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। আর সেই ঝলকের সূত্র ধরেই এই মুহূর্তে রীতির পাশাপাশি চর্চায় অভিনেতা-গায়কও।

Advertisements
Advertisement

রীতি তিওয়ারি নিজের বাবার পথই অনুসরণ করেছেন। সেকথা অবশ্য তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হয়। তিনিও প্রায়ই নিজের গান গাওয়ার একাধিক ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে নেহাতই মন্দ গান গান না, তা তার কণ্ঠ শুনলেই স্পষ্ট হবে। এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মত, মনোজ তিওয়ারির এই কন্যা রূপে-গুণে বলিউডের ডিভাদেরও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। রীতিকে নিয়ে প্রায় একাধিক সাক্ষাৎকারে প্রশংসা করে থাকেন অভিনেতা। তিনি যে নিজের বড় মেয়েকে নিয়ে বেশ গর্বিত, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

Related Articles

Back to top button