Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদিকে ৫ পরামর্শ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

দেশজুড়ে করোনাভাইরাস এর আক্রমণ শুরু হয়ে গিয়েছে পুরোদমে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলেছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করোনা ভাইরাস মোকাবিলার জন্য নতুন পাঁচটি পরামর্শ দিলেন…

Avatar

By

দেশজুড়ে করোনাভাইরাস এর আক্রমণ শুরু হয়ে গিয়েছে পুরোদমে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলেছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করোনা ভাইরাস মোকাবিলার জন্য নতুন পাঁচটি পরামর্শ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বললেন, টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া উচিত এবং নির্দিষ্ট সংখ্যক মানুষের টিকাকরণ করা অত্যন্ত প্রয়োজন। এছাড়াও, আগামী ৬ মাসের জন্য কি পরিমান ভ্যাকসিন এর অর্ডার দেওয়া রয়েছে তার তথ্য পরিষ্কার করার কথা বলেছেন মনমোহন।

মনমোহনের পরামর্শ, জরুরী প্রয়োজন এর ভিত্তিতে ১০ শতাংশ ভ্যাকসিন বিতরণ কেন্দ্রীয় সরকারের করা উচিত। এছাড়াও রাজ্যগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে কিনা তা পরীক্ষা করা প্রয়োজন বলেও তিনি দাবি করলেন। তিনি বললেন, ৪৫ বছরের কম বয়সী ছাড়া করণা মোকাবিলার জন্য লড়াই করে চলেছেন তাদের টিকাকরণের দায়িত্ব নেওয়া উচিত সরকারের। এই তালিকায় তিনি বাস চালক, ট্যাক্সিচালক, পুরো কর্মী এবং পঞ্চায়েত কর্মীদের তালিকাভুক্ত করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও বেশি পরিমাণ টিকা উৎপাদনের জন্য তহবিল গঠন এবং ছাড়ের দিকটা কেন্দ্রের নজর দেওয়া উচিত বলে মনে করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন আরো বলেছেন, যেন আরও টিকা উৎপাদনের জন্য লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হয় ভারত সরকারের পক্ষ থেকে। তার সাথেই ইউরোপীয় মেডিকেল এজেন্সি অনুমোদিত কোন সংস্থা থেকে টিকা আমদানি করা যেতে পারে বলে মনে করছেন মনমোহন।

About Author