Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করণ জোহারের ‘মাদক পার্টির’ তদন্তে নামল NCB, ফ্যাসাদে এই তারকারা, দেখুন ভিডিও

অকালি শিরোমণি দলের প্রাক্তন বিধায়ক মনিন্দর সিং সিরসা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দ্বারস্থ হয়েছিলেন। বলিউডের মাদকযোগ নিয়ে লিখিত অভিযোগ করেছিলেন তিনি। এর আগেও কঙ্গনা রানাউত সর্ব প্রথম বলিউডের মাদকযোগ নিয়ে প্রকাশে…

Avatar

অকালি শিরোমণি দলের প্রাক্তন বিধায়ক মনিন্দর সিং সিরসা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দ্বারস্থ হয়েছিলেন। বলিউডের মাদকযোগ নিয়ে লিখিত অভিযোগ করেছিলেন তিনি। এর আগেও কঙ্গনা রানাউত সর্ব প্রথম বলিউডের মাদকযোগ নিয়ে প্রকাশে মুখ খোলেন। বহু বিতর্কে জড়িয়ে যান অভিনেত্রী। এরপরেও সরব হন অভিনেত্রী। কঙ্গনা রীতিমত করণ জহর-কে উদ্দেশ্য করেই বলেছিলেন মাদককাণ্ডে করণ হলেন নাটের গুরু। এমন ডামাডোলে-র পরেও বলিউডের কেউই কঙ্গনার হয়ে মুখ খোলেননি। কিন্তু, অকালি শিরোমণি দলের প্রাক্তন বিধায়ক মনিন্দর সিং সিরসা নড়েচড়ে বসেছেন।

প্রযোজক-পরিচালক করণ জোহরের বাড়িতে ২০১৯ সালের মাদকপার্টি নিয়ে এবারে সরাসরি অভিযোগ করেছেন বিধায়ক মনিন্দর সিং সিরসা। এই নিয়ে সরাসরি অভিযোগ করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করণ জোহর নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন, যেখানে স্পষ্ট যে ওই পার্টিতে সবাই মাদকের ঘোরে ছিলেন। যদিও ভিডিয়োকে ঘিরে বিতর্ক শুরু হলে করণ তড়িঘড়ি ডিলিট করে দেন সেই ভিডিয়ো। ওই ভিডিওতে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন,শাহিদ কাপুর, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, জোয়া আখতার,বরুণ ধওয়ান, রণবীর কাপুরের মতো বলিউডের এ-লিস্টার তারকা। এই ভিডিওর প্রেক্ষাপটে কঙ্গনা সরব হয়েছিলেন ঠিকই কিন্তু তাতেও কিছু হয়নি। যদিও করণ বলেছেন যে তাঁরা কোনরকম মাদক সেই পার্টিতে নেননি।

ইতিমধ্যে, এই চর্চিত ভিডিয়ো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এনসিবির তরফে। সূত্রের খবর, এই ভিডিয়ো নিয়ে এর আগে মুম্বই পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছিলেন মনিন্দর সিং সিরসা। কিন্তু কোন ফল মেলে নি। তাই এবার এনসিবি-র কাছে আর্জি জানান সাংসদ। এবারে সেই ভিডিও পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। এরই মাঝে ট্যুইট করে মনিন্দর সিং সিরসা জানান, “শীঘ্রই এনসিবির সঙ্গে বসে কফির কাপে চুমুক দিতে হবে করণ জোহরকে।”

About Author