সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে মনীষা রানি ও ভক্তি ঠাকেরকে ‘ভেডিয়া’ ছবির অন্যতম হিট ট্রেন্ডিং গান ‘ঠুমকেশ্বরী’র তালেই দেখা গিয়েছে। এদিন নিজেদের নাচের স্টুডিওতেই একসাথে কোলাবোরেট করেছিলেন তারা। গোলাপি রঙের ছোট পোশাকেই লাস্যময়ী রূপে সেজে উঠেছিলেন ভক্তি ও মনীষা। এদিন কোলাবোরেশনের সময়ে তাদের ঠুমকা রীতিমতো ঘায়েল করেছে তাদের ভক্তমহলের একাংশকে ডিজিটাল ক্রিয়েটর হিসাবে সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের অনুরাগীর সংখ্যা নেহাত হাতে গোনা নয়। আপাতত, মনীষা ও ভক্তি নিজেদের এই সাম্প্রতিক রিল ভিডিওর সূত্র ধরেই একাংশের নজর কেড়েছেন। পাশাপাশি চর্চাতেও উঠে এসেছেন নেটনাগরিকদের একাংশের মাঝে।View this post on Instagram
গোলাপি পোশাক পরে হটনেস ছড়িয়েছেন মনীষা রানী, চাল দেখে সবাই স্তব্ধ (Video)
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন। ফলও পেয়েছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন