Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ১৫ পয়সায় চলবে ১ কিলোমিটার পথ, বাজারে আসছে নতুন ইলেকট্রিক স্কুটার

সম্প্রতি বাজারে আসতে চলেছে এমন একটি বৈদ্যুতিন স্কুটার যেটি একদিকে পরিবেশ রক্ষা করবে অন্যদিকে টাকারও সাশ্রয় ঘটাবে। কারণ, ১ কিলোমিটার চলতে খরচ হবে মাত্র ১৫ পয়সা।  Ampere-এর ম্যানগাস প্রো মডেলের…

Avatar

সম্প্রতি বাজারে আসতে চলেছে এমন একটি বৈদ্যুতিন স্কুটার যেটি একদিকে পরিবেশ রক্ষা করবে অন্যদিকে টাকারও সাশ্রয় ঘটাবে। কারণ, ১ কিলোমিটার চলতে খরচ হবে মাত্র ১৫ পয়সা।  Ampere-এর ম্যানগাস প্রো মডেলের এই স্কুটারটির দাম পড়বে ৭৩,৯৯০ টাকা। সাথে গ্রাহকেরা পেয়ে যাবে তিন বছরের ওয়ারেন্টি।

আসুন জেনে নিন স্কুটারটির সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে –

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. স্কুটারটি ইকো মোডে ১০০ কিমি এবং স্কুজ মোডে একটানা ৮০ কিমি পর্যন্ত চলতে পারে। এছাড়া স্কুটারটির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৫৫ কিমি।

২. এই স্কুটারটির গতি ১০ সেকেন্ডের মধ্যেই ০-৪০ কিমি পর্যন্ত উঠতে পারে ।

৩. এতে রয়েছে ৪৫০ মিমি ডিজিটাল ড্যাশবোর্ড সাথে স্টেপ টাইম সিট ও বুট স্পেসে রয়েছে এলইডি লাইট।

৪. উল্লেখযোগ্য ব্যাপার হল এই স্কুটারে ৫ ঘণ্টা টানা চার্জ দিলে মাত্র ১.৮ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। সাথে এতে রয়েছে দ্রুত চার্জ দেওয়ার সুবিধা। শুধু তাই নয় এটির ব্যাটারিও খোলা যাবে ।

৫. এটিতে রয়েছে ইউএসবি চার্জার, কি-লেস এন্ট্রি ও অ্যান্টি-থেপ্ট অ্যালার্ম ।

৬. এই স্কুটারে চার্জ ধরে রাখারও ক্ষমতা এতোটাই ভালো যে শেষ ১০ শতাংশ চার্জ দিয়েও ১০ কিমি পর্যন্ত পথ যাওয়া যাবে।

About Author