করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ সর্বগ্রাসী হয়ে উঠেছে। বেলাগাম করোনা রাজ্যে রেকর্ড সংক্রমণ ঘটাচ্ছে প্রতিদিন। করোনায় বিপর্যস্ত সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। মানুষ বিভ্রান্ত করোনার ভ্যাকসিন নিয়েও। এমতাবস্থায় টেলিটাউনে আবারও হানা দিল করোনা।
‘হয়তো তোমারই জন্য’-র অনামিকা সাহা (anamika saha) ও চৈতী ঘোষাল (chaiti ghoshal), ‘দেশের মাটি’-র শ্রুতি দাস (Shruti Das), ‘মিঠাই’-এর তন্বী লাহা রায় (Tanwi Laha Ray), ‘করুণাময়ী রানী রাসমণি’-র দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-এর পর এবার করোনা হানা দিল ‘কি করে বলব তোমায়’-এর সেটে। আক্রান্ত হলেন সিরিয়ালের পায়েল ওরফে মানসী সেনগুপ্ত (manashi sengupta)। তবে প্রথমে করোনা হয়েছিল মানসীর স্বামীর। এরপরেই মানসীর কোমরে ব্যথা শুরু হয়। দূর্বল বোধ করতে থাকেন তিনি। ফলে কোভিড টেস্ট করান মানসী। তাঁর রিপোর্ট আসে পজিটিভ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপাতত মানসী বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন। আগের থেকে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তবে খাবারে রুচি নেই তাঁর। তিনি করোনা আক্রান্ত হওয়ার পর আপাতত দশদিন পার হয়ে গিয়েছে। আরও চারদিন পার হলে আবারও কোভিড টেস্ট করালে হবে মানসীকে। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তবেই শুটিং ফ্লোরে ফিরবেন মানসী।