Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে মেয়ের প্রথম জন্মদিন স্মরণীয় করতে কেক হাতে হাজির পুলিশ

ভারতেও পড়েছে করোনার মারণ থাবা। ক্রমাগত মরছে মানুষ, বাড়ছে আতঙ্ক। পুলিশ প্রশাসন সর্বদা বিশেষ নজরদারি চালাচ্ছেন। মাঝেমধ্যেই পুলিশের কিছু ভালো কাজের ছবি মানুষের কাছে আসছে। এবার ও ঠিক তাই হল।…

Avatar

ভারতেও পড়েছে করোনার মারণ থাবা। ক্রমাগত মরছে মানুষ, বাড়ছে আতঙ্ক। পুলিশ প্রশাসন সর্বদা বিশেষ নজরদারি চালাচ্ছেন। মাঝেমধ্যেই পুলিশের কিছু ভালো কাজের ছবি মানুষের কাছে আসছে। এবার ও ঠিক তাই হল। গতকাল মনসা জেলার এক পুলিশকর্মীর  প্রথম জন্মদিন ছিল। সেই পুলিশকর্মীর মেয়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নেন তাঁর সহকর্মী।

সেই ছোটো মেয়েটির বাড়িতে কেক হাতে পৌঁছে যান পুলিশ কাকু। সুপ্রিয়া সাহু আইএএস কর্মকর্তা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন,” তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার জন্মদিনকে স্বরণীয় করে রাখতে মনসা প্রশাসন লকডাউনের মধ্যেও তোমার বাড়িতে পৌঁছেছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মনসা প্রশাসনের এই উদ্যোগে খুব খুশি হয়েছেন ছোট্ট একরত্তির পরিবার। তার তো প্রথম জন্মদিন। এই কাজের জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পরিবারের লোকেরা। প্রশাসনের তরফে বলা হয়েছে যে এরপর থেকে লকডাউনে যেসমস্ত শিশুর প্রথম জন্মদিন আসবে, তাদের কাছে কেক হাতে পৌঁছে যাবে মনসা প্রশাসন।

About Author