Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জলের তলায় ৭৬ বার ৫০ কেজি ওজনের বারবেল তুলে বিশ্ব রেকর্ড, ভাইরাল ভিডিও

রাশিয়ার এক ক্রীড়া প্রশিক্ষক জলের নীচে গিয়ে ৫০ কেজি ওজনের বারবেল ৭৬ বার নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করলেন। সাইবেরিয়ার টমস্কের বাসিন্দা ভিটালি ভিভাচার নামের ওই ক্রীড়া প্রশিক্ষক গ্রেগ উইটস্টকের…

Avatar

রাশিয়ার এক ক্রীড়া প্রশিক্ষক জলের নীচে গিয়ে ৫০ কেজি ওজনের বারবেল ৭৬ বার নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করলেন। সাইবেরিয়ার টমস্কের বাসিন্দা ভিটালি ভিভাচার নামের ওই ক্রীড়া প্রশিক্ষক গ্রেগ উইটস্টকের রেকর্ডকে হারাতে ৭৬ বার বারবেল তুলেছেন। চাপ দিয়েছিলেন। আকর্ষণীয় বিষয় এই যে, এই সময় তিনি ৩ মিনিটেরও বেশি সময় ধরে শ্বাস ধরে রেখেছিলেন।

বিভাচর এ বিষয়ে বলেন যে, হুইটস্টকের কথা জানার পরে তিনি রেকর্ডটি ভাঙতে অনুপ্রাণিত হয়েছিলেন এবং ২০১৯ সালে ৬২ বার বারবেল তুলেছিলেন। লেবিয়াজিয়ে হ্রদে রেকর্ডটি ভাঙার চেষ্টা করার আগে, ২ মাস ধরে কঠোর প্রশিক্ষণ নেন বলেও জানান তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি আরও বলেন, ‘কয়েক বছর আগে একজন লোককে জলের নীচে বারবেল তুলতে দেখে আমি অফিসিয়াল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি পেয়েছিলাম। তারপর আমি নিজে এটি করার চেষ্টা করি। বেঞ্চ প্রেস প্রতিযোগিতা জেতার অভিজ্ঞতা আছে আমার। আমি ইউরোপীয় রাশিয়ান-স্টাইলের বেঞ্চ প্রেস টুর্নামেন্ট জিতেছি। এরপরই আমি নতুন রেকর্ড স্থাপনের জন্য আবেদন করি।’

View this post on Instagram

Продолжаем тренить под водой ??? После 3-4 недель тренировок со специализацией на жим под водой, получилось улучшить результат на 11 раз ?? Продолжаем готовиться. Для тренировки дыхания использую #wimhofmethod Максимум задерживать дыхание получалось на 3 минуты 15 секунд в покое, но в воде все по другому ??‍♂️ . #whm #snorkling #underwater #powerlifting #benchpress #томск #регион70 #томсксегодня #region70 @riatomsk

A post shared by V I V C H A R V I T A L Y (@vivcharvitaly) on

তবে বিশ্ব রেকর্ড গড়লেও বিষয়টি যে খুব সহজ ছিল না সে কথা স্বীকার করেছেন তিনি। কঠিন পরিস্থিতিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন তিনি। তিনি বলেন, ‘আমি সত্যিই উদ্বিগ্ন ছিলাম কারণ খারাপ আবহাওয়ার কারণে জল শীতল ও কর্দমাক্ত ছিল। অন্যদিকে, আমি নার্ভাসও ছিলাম। আমার নাড়ির গতি প্রতি মিনিটে ১০৮-এর বেশি ছিল। আমাকে শান্ত হতে দীর্ঘ সময় লেগেছিল।’

About Author