সম্প্রতি মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ জায়গা ঘিরে রেখেছে তাদের মুঠোফোন। প্রায় প্রত্যেকটি মানুষ আজ ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ করে। এমন খুব কম মানুষ দেখা যাবে যারা সোশ্যাল মিডিয়া কথাটির সাথে পরিচিত নয়। এই করোনা ভাইরাস প্যানডেমিক মানুষকে আরও বেশি করে মুঠোফোন ও ইন্টারনেটের দুনিয়ায় সঁপে দিয়েছে। আজকাল ইন্টারনেটে প্রায় ভাইরাল ভিডিও দেখা যায়। কেউ হাসি বা মজার ভিডিও বা কখনো নাচ গান বা আবৃত্তির ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। সেই ভিডিও নেটিজেনদের পছন্দ হলে তারা শেয়ার করে নেটদুনিয়ায় শিরোনামে নিয়ে আসে।
সম্প্রতি নেটদুনিয়ায় একটি হাসির ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। আসলে মানুষের মধ্যে “জুগার” ব্যাপারটা যেন জন্মগত। কোন কাজ আটকে পড়লে ঠিক কোন না কোন সহজ উপায়ে করে নেয় মানুষে। এমনই এক হাসির “জুগার” ভিডিও সোশ্যাল মিডিয়ায় কাজ করছে। সাধারণত কোন গৃহপালিত পশু যেমন গরু, ঘোড়া, মোষ এক জায়গা থেকে দূরবর্তী অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য টেম্পো বা ট্রলি ব্যবহার করা হয়। কিন্তু ভাইরাল ভিডিওতে একটি গরুকে পরিবহন করার আশ্চর্যজনক ও অবাক করা পদ্ধতি খুঁজে বার করেছে এক ব্যক্তি। আসুন প্রথমে ভাইরাল ভিডিওটি সমন্ধে জেনে নিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যক্তি একটি ৭ সিটের গাড়ির মধ্যে তার গরুকে ঢুকিয়ে দিয়েছে। গরুটি দিব্যি জানলা দিয়ে মুখ বাড়িয়ে আছে। এমন ভাবেই চলছে গরু পরিবহনের কাজ। এই ভিডিওটি রাস্তায় চলা অন্য একটি গাড়ি থেকে করা হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ব্যক্তি উপস্থিত বুদ্ধির ও গরু পরিবহনের উপায় দেখে হাসির জোয়ার উঠেছে নেটিজেনদের মধ্যে।
अब तक का सबसे ‘सॉलिड’ जुगाड़.😅 pic.twitter.com/8C9phPmam0
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) February 27, 2021
এই হাসির ভিডিওটি শেয়ার করেছেন আইএএস অফিসার অনিস সারান। সে ভিডিওটি টুইটারে শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, “দা মোস্ট সলিড জুগার এভার”। এই ভিডিওটি তিনি শেয়ার করার পর সেখানে অনেকে কমেন্ট করেছে। বর্তমানে তার টুইটার পোস্টে ২০০ রিটুইট হয়েছে এবং ২ হাজারের কাছাকাছি লাইক পড়েছে। আসলে নেটিজেনরা এমন হাস্যকর উপায় দেখে ভিডিওটি শেয়ার করা থেকে বিরত হতে পারেনি।