নাগরিকত্ব বিলের প্রতিবাদে এমনিতেই জেলায় জেলায় বিক্ষোভ চলছে বিগত কয়েকদিন ধরেই, এর মধ্যেই আবার আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহামিছিল আছে কলকাতায়। ফলে প্রবল ভাবে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শহর জুড়ে। বিশেষত আজ সপ্তাহের প্রথমদিন হওয়ায় তা আরও বাড়ার সম্ভাবনা আছে।
গত শুক্রবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি আজ অর্থাৎ সোমবার নাগরিকত্ব বিলের প্রতিবাদে কলকাতায় মহামিছিলে হাঁটবেন। সেই মতোই আজ দুপুর ১’টায় বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে জমায়েত হয়ে গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল গিয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আর এর থেকেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে, উত্তর ও মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে যেতে পারে দুপুরের পর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : লাগাতার বিক্ষোভে পিছু হটলো কেন্দ্র, নাগরিকত্ব আইনে সংশোধন আনার ঘোষণা অমিত শাহের
এদিকে আবার রাজারহাটে সরকারের ডিটেনশন ক্যাম্প ঘেরাও এর ডাক দিয়েছে সিপিএম। সেটি ঘিরেও রাজারহাটে প্রভাব পড়তে পারে আশঙ্কা প্রকাশ করছেন পুলিশের কর্মকর্তারা। এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামবে। ওদিকে বামেরা শহরের প্রতিটা মোড়ে মোড়ে নাগরিকত্ব বিলের কপি পোড়ানোর কর্মসূচি করবে। এত মিছিলের ফলে শহর জুড়ে জনজীবন যে চুড়ান্ত অসুবিধায় পড়বে তা বলাই বাহুল্য।