গত কয়েকদিন ধরে জগত প্রকাশ নাড্ডা বেশকিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকে তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তিনি আসেন বঙ্গ সফরে। সেখানে তিনি প্রথম দিন কলকাতায় হেস্টিংস অফিসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। সেই সময় বহু কর্মী তার সংস্পর্শে এসে ছিলেন।তারপরে তিনি ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন। সেখানে মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় সহ অনেকেই তাঁর সঙ্গে ছিলেন। তারপরে সেদিন দুপুরে তিনি খাওয়া-দাওয়া করেছিলেন একটি আশ্রমে। আবার তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতে গণসংযোগ কর্মসূচি করতে গিয়েছিলেন। কলকাতা থেকে ফেরার পর এই আক্রান্ত হলেন করণাতে। এই কারণে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে তৎক্ষণাৎ বিজেপির সর্বভারতীয় সভাপতির সুস্থতা কামনা করে টুইট করলেন মমতা।Heard about BJP National President Shri @JPNadda testing positive for COVID-19. Wishing him a speedy recovery and good health. My prayers are with him and his family during this time.
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2020
রাজনৈতিক ভেদাভেদ ভুলে করোনা আক্রান্ত জেপি নড্ডার দ্রুত সুস্থতা কামনা করলেন মমতা
করণা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তারই মধ্যে তার আরোগ্য কামনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার টুইট করে জেপি নড্ডা নিজেই এই খবর সকলকে জানিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের…
