Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষি আইনকে ঘিরে আঞ্চলিক দলগুলির সাথে জোট করতে চান মমতা, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে নতুন কৃষি আইন নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আঞ্চলিক দলগুলিকে সাথে নিয়ে রাস্তায় নামতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল ভবনে অকালি দলের সাথে কৃষি আইন সংক্রান্ত…

Avatar

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে নতুন কৃষি আইন নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আঞ্চলিক দলগুলিকে সাথে নিয়ে রাস্তায় নামতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল ভবনে অকালি দলের সাথে কৃষি আইন সংক্রান্ত আলোচনার পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায় এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এনডিএ তে বিজেপির প্রাক্তন সাথী শিরোমণি অকালি দলকে পাশে নিয়ে শনিবার বৈঠক করেন সুদীপ। তারপর তিনি বলেন,” আমরা ব্লক স্তরে আন্দোলন গড়ে তুলব কৃষি আইনের প্রতিবাদ। এই বিলের বিরুদ্ধে আঞ্চলিক দলগুলি রাস্তায় নামবে। তার সমর্থন করবে তৃণমূল। এছাড়া এই ধরনের আরও কর্মসূচিতে অংশ নেবে দল।”

এই আইনের প্রতিবাদে যদি অন্য আঞ্চলিক দলগুলি রাষ্ট্রপতির কাছে যান। তবে সেখানেও তাদের সমর্থন করবে শাসক দল। আগামী ৮ তারিখ ভারত বনধের ডাক দিয়েছে কৃষকরা। তাতেও সমর্থন করতে চলেছে বাংলার শাসক দল। এতে কিছুজন মনে করছেন যে রাজ্যে বিধানসভা ভোটের আগে কৃষকদের বিষয়কে সামনে রেখে ঐক্য তৈরি করছে তৃণমূল কংগ্রেস। তাতে আরও শক্তিশালী হবে শাসক দল এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বিষয় নিয়ে তার সমর্থন জানিয়ে শুক্রবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং দিল্লীর মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তিনি কথা বলেছেন প্রতিবাদী কৃষকদের সাথেও। ফসলের ‘ন্যূনতম সহায়ক মূল্য’ নিয়ে সরব হয়েছে বাংলার শাসক শিবির। অন্যদিকে ১০ ডিসেম্বর দলীয় আন্দোলনে যোগ দিতে চলেছে মুখ্যমন্ত্রী। এইদিন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,”সংখ্যাগরিষ্ঠতার জেরে সাংসদ বিল পাস করানো হয়। কিন্তু কৃষকদের সমস্যার সমাধান করা যায়না। আমরা কৃষকদের সমর্থন করে ওই আইন বাতিলের দাবি জানাচ্ছি।”

About Author