ভোট কেন্দ্রের ভেতরে বসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, “সকাল থেকে এই বয়াল ভোটকেন্দ্রে ছাপ্পা ভোট পড়ছে। ৮০ শতাংশ ছাপ্পা ভোট পড়েছে। এখানকার মানুষ ভোট দিতে পারেনি। আমার কাছে ৬৩ টি অভিযোগ জমা পড়েছে। কিন্তু এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ কোনরকম ব্যবস্থা নেয়নি। নন্দীগ্রামে হিন্দিভাষী গুন্ডা এবং বহিরাগত ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করছে। অমিত শাহের ইশারায় এই সমস্ত ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোটের প্রতিবাদ করে আদালতে যাবে।” এছাড়াও জানা গিয়েছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে ঘটনা প্রসঙ্গে কথা বলেছেন। রণক্ষেত্র বয়ালে মমতার উপস্থিতি আবার তার নিরাপত্তা সামনে বড় জিজ্ঞাসা চিহ্ন দাঁড় করাচ্ছে।People who are raising slogans are outsiders. They came from Bihar and UP, they are being protected by Central Forces: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/0O41esAIDD
— ANI (@ANI) April 1, 2021
‘শাহের ইশারায় কাজ করছে কেন্দ্রীয় বাহিনী’, রণক্ষেত্র বয়াল থেকে হুংকার মমতার
একুশের বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে আজ মমতা বনাম শুভেন্দু মহাযুদ্ধ প্রসঙ্গ নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। গতকাল থেকেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে রীতিমতো সিল করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্থলপথে…

আরও পড়ুন