বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট অধিবেশন করেন। আজকের বাজেট অধিবেশনে এমনিতেই সবার প্রত্যাশা ছিল যে বেশ কিছু প্রকল্প ঘোষণা করতে পারে রাজ্য সরকার। কারণ একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে পৌঁছেছে। ঠিক প্রত্যাশামতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যবাসীর জন্য হয়ে উঠেছিলেন কল্পতরু। তিনি আজকের বাজেট অধিবেশনে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়স্কদের জন্য এবারের বাজেটে একটি বড় ঘোষণা করেছেন। ভোটের আগে রাজ্যে প্রবীণ নাগরিক ও বিধবাদের এবার বাজেটে বিশেষ সুবিধা আছে। তিনি জানিয়েছেন, ৬০বছরের উর্ধ্বে রাজ্যের সব বাসিন্দাই মাসিক পেনশন পাবেন। এছাড়া বিধবাদের জন্য বড় ঘোষণা করেছে তৃণমূল সুপ্রিমো। তিনি জানিয়ে দিয়েছেন, ১৮ বছরের উর্ধ্বে প্রত্যেক বিধবাকে রাজ্য সরকার মাসিক ভাতা দেবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক বিধবা সুবিধা পাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅবশ্য মুখ্যমন্ত্রীর একগুচ্ছ প্রকল্পের কড়া নিন্দা করেছে বাম বিজেপিরা। বাম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, এই বাজেট সম্পূর্ণভাবে অবাস্তব। রাজ্যের কোষাগারে এত টাকা নেই যে মুখ্যমন্ত্রী এত প্রকল্পের কথা বলে দিল। সমস্তটা ভোটের চমক। অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষকে ভুল বুঝাচ্ছে। উনি যা প্রকল্পের কথা বলেছেন তা করার জন্য রাজ্যের অত টাকা নেই। ওত কোটি টাকা কে দেবে?