Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“অনেক হয়েছে মমতা, এখন পরিবর্তন চায় জনতা”, নবদ্বীপ থেকে নতুন স্লোগান নাড্ডার 

নবদ্বীপে গেরুয়া শিবিরের পরিবর্তন রথযাত্রার সূচনায় অংশ নিয়ে এইবার নতুন স্লোগান দিলেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। তিনি নবদ্বীপ থেকে নতুন স্লোগানের সাথে বলেন," অনেক হয়েছে…

Avatar

নবদ্বীপে গেরুয়া শিবিরের পরিবর্তন রথযাত্রার সূচনায় অংশ নিয়ে এইবার নতুন স্লোগান দিলেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। তিনি নবদ্বীপ থেকে নতুন স্লোগানের সাথে বলেন,” অনেক হয়েছে মমতা, এখন পরিবর্তন চায় জনতা।” আজ মালদায় রোড শোয়ের পরে তিনি হেলিকপ্টার করে নবদ্বীপে উড়ে যান। শ্রী চৈতন্যদেবের জন্মভূমি থেকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি পরিবর্তন রথযাত্রার সূচনা করেন।তার বক্তব্য, বাংলার বিজেপির পক্ষে যাই হাওয় বইছে, তাতে খড়কুটোর মতন উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এইদিন আরও বলেন, মমতার সরকার বাংলায় মানুষের সাথে প্রতারণা করেছেন। শাসক শিবিরের সরকারকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন তিনি। জেপি নাড্ডা আমফান আররেশন দুর্নীতিকে হাতিয়ার করে বাংলায় পরিবর্তনের ডাক দেন। ২১ এর নির্বাচনের বৈতরণী পার করতে পশ্চিমবঙ্গের শাসক শিবির যেই বহিরাগত বিষকে হাতিয়ার করেছে, সেটা নিয়েই শাসক শিবিরকে পালটা আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি তৃণমূলের আক্রমণ করে বলেন,”শাসক দল যেই বাঙালি বহিরাগত বিষয়কে তুলে ধরছে। সেটা কোনওদিন বাঙালীর সংস্কৃতি ছিল না আর হবেও না। শাসক শিবিরের নেত্রী বাংলার সংস্কৃতির অপমান করেছেন।”জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন,”আপনি গর্ব করে বাংলার সংস্কৃতির অপমান করে চলেছেন। বাংলার সংস্কৃতির কদর শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই করেছেন।” তিনি আজ নিজের ভাষণে এটাও বুঝিয়ে দেন যে, বিজেপি জিতলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কোনও বাঙালিই হবে। তিনি বলেন, ‘আমি বড় গলায় বলছি, বাংলার সংস্কৃতির নেতৃত্ব একজন বাঙালিই করবেন।”
About Author