গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৩ মার্চ বিকেল ৫ টা থেকে আগামী ৩১ মার্চ রাত ১২ টা পর্যন্ত রাজ্য লক ডাউনের ঘোষণা করেন। সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশের লক ডাউন ঘোষণা করেন আগামী ৩ সপ্তাহ পর্যন্ত। আগামী ২১ দিন দেশ জুড়ে লক ডাউন ঘোষণার পর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে তিনি করোনা মোকাবিলায় কেন্দ্রের কাছে ১৫০০ কোটি টাকা আর্থিক প্যাকেজের দাবী করেন।
তিনি আরও বলেন, এই প্যাকেজ যেনো সব রাজ্যই পায় করোনা মোকাবিলায়। এখনো পর্যন্ত কেন্দ্র কোনোরকম সাহায্য করেনি। সমস্ত কাজ করছে রাজ্য জানিয়েছেন তিনি। রাজ্য করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল করেছে যেখানে যেকেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা ফান্ডে সাহায্যের জন্য ৯০৫১০ ২২০০০ নম্বরে ফোন করতে হবে। স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডের অ্যাকাউন্ট নম্বর ৬২৮০০৫৫০১৩৩৯ এবং আইএফসি কোড ০০০৬২৮০। ওয়েবসাইট লিংক www.wb.gov.in।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআজ বৈঠকে আগামী তিন সপ্তাহ লক ডাউনে রাজ্য বেশ কয়েকটি বিষয়ের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, জেনে নিন সেগুলি :
- সব্জি বিক্রেতাকে বাধা দেওয়া যাবে না।
- হোম ডেলিভারি আটকানো যাবে না। দরকারে পাস ইস্যু করা হবে।
- সমস্ত চিকিৎসক ও নার্সদের হাসপাতালে থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের হোটেলেই মিলবে খাবার।
- মানুষকে প্রয়োজনে ১ মাসের রেশন দিয়ে দিতে হবে। মার্চ-এপ্রিল বা এপ্রিল-মে মাসের পেনশন একবারে দিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
- ভবঘুরেদের নাইট শেল্টারে থাকার ব্যবস্থা করতে হবে। সেখানেই মিলবে প্রয়োজনীয় খাবার।
- অত্যাবশ্যকীয় পণ্য আটকালে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
- কৃষকে চাষে বাধা দেওয়া যাবে না।
- খাবার না পেলে বিডিও আইসিকে জানাতে পারেন।
- মুদি ও ওষুদের দোকানের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা যাবে।
- অবস্থার উন্নতি হলে কিছু কিছু ছাড় দেওয়া হবে।