নিউজপলিটিক্সরাজ্য

আজ দিল্লিতে অমিত শাহের মুখোমুখি মমতা!

Advertisement
Advertisement

গতকাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর আজ আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকে বসছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে নিউ দিল্লির নর্থ ব্লকে এই বৈঠক শুরু হওয়ার কথা। অমিত শাহের সাথে এটাই মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বৈঠক।

Advertisement
Advertisement

সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতি, বকেয়া টাকা, রাজ্যের নাম পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে। তবে সারদা মামলায় আইপিএস রাজীব কুমারের গ্রেপ্তারির সম্ভাবনা তৈরী হতে মূখ্যমন্ত্রীর পর পর প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসার সিদ্ধান্তে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement

এর আগে বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছেন বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় অমিত শাহের পথযাত্রার পরই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা ঘটলে অমিত শাহকেই মূল অভিযুক্ত বলে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement

তবে এই বৈঠককে কেন্দ্র রাজ্য সুসম্পর্ক স্থাপনের প্রয়াস হিসেবেই দেখাতে চাইছেন রাজ্যের শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বৈঠককে প্রশাসনিক বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তবে এই নিয়ে বিরোধীরা অবশ্য তৃণমূল ও বিজেপি দুই দলকেই বিঁধতে ছাড়ছেন না। খোদ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এই বৈঠকের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

Advertisement

Related Articles

Back to top button