Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতার কৌশল ঠিক করতে জরুরি বৈঠকের ডাক মমতার

লোকসভা ও রাজ্যসভা সংসদের উভয় কক্ষেই পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯। তারপর উত্তাল উত্তর পূর্বের রাজ্যগুলো। বিজেপি বিরোধী উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক দলগুলো তীব্র আন্দোলনের ডাক দিয়েছে। ইতিমধ্যে অসমে…

Avatar

লোকসভা ও রাজ্যসভা সংসদের উভয় কক্ষেই পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯। তারপর উত্তাল উত্তর পূর্বের রাজ্যগুলো। বিজেপি বিরোধী উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক দলগুলো তীব্র আন্দোলনের ডাক দিয়েছে। ইতিমধ্যে অসমে বিজেপি ও সহযোগী জনপ্রতিনিধিদের উপর নেমে এসেছে জনরোষ। এই জনরোষকে কাজে লাগাতে মাঠে নামছে তৃণমূল কংগ্রেসও।

জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের জেলাস্তরের সদস্য থেকে শুরু করে বিধায়ক, সাংসদদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ ডিসেম্বর বিকেল ৪ টায় তৃণমূল ভবনে এই বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এনআরসি বিরোধিতাকে কাজে লাগিয়ে উপনির্বাচনের ফসল ঘরে তুলেছে তৃণমূল। এবার নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে মাঠে নামতে চলেছে তৃণমূল। ঠিক কোন কৌশলে নাগরিকত্ব বিলের বিরোধিতাকে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে তা জানাতে দলীয় নেতৃত্ব ও সাংসদ-বিধায়কদের বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

About Author