প্রসঙ্গত, বলিউড বাদশার জন্মদিনের দিন মুম্বইয়ে শাহরুখের বাংলো মান্নতের সামনে উপচে পড়ে তার ভক্তকুলের ভিড়। কিন্তু এবারে সেই ভিড় আর চোখে পড়বে না। কারণ, করোনা পরিস্থিতির জন্য কিং খান নিজেই তাঁর ভক্তদের তাঁর বাংলোর সামনে জমায়েত না করার জন্য অনুরোধ জানিয়েছেন। তবে জমায়েত হোক বা না হোক, দেশের প্রত্যেক মেয়ের হার্টথ্রব যিনি, সেই শাহরুখ খানের আজ জন্মদিন। তাই জমায়েত না করেও সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে বাদশার জন্মদিনের শুভেচ্ছাবার্তা। সবকিছুই কার্যত মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। সকলের একটাই প্রার্থনা, ভাল থাকুক সকল ভালবাসার ‘বাজিগর’।Warmest birthday greetings to @iamsrk. Wish you good health and all the success in life, my charming brother. Wish you all the success in your future endeavours.
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2020
শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
কলকাতা: আজ, মঙ্গলবার, ২ নভেম্বর। বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। সকলের প্রিয়, পছন্দের, ভালবাসার, এসআরকে ৫৫-এ পা দিলেন। তাই সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন নাইট কর্ণধর। তাঁর গুণমুগ্ধ ভক্তরা, তাঁর কলাকুশলীরা,…

আরও পড়ুন