একুশে বিধানসভা নির্বাচন জোর কদমে চলছে বাংলায়। ইতিমধ্যেই চার দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই চার দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি এবং তৃণমূল বিজেপির দ্বন্দ্ব নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। তারমধ্যে জোড়াফুল শিবিরের সাথে ঠান্ডা যুদ্ধ চলছে নির্বাচন কমিশনের। তবে এরমধ্যে গতকাল রাত্রে হঠাৎই নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৪ ঘন্টা কোন নির্বাচনী প্রচার করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের এই সিদ্ধান্তের নিন্দা করে আজ গান্ধী মূর্তি পাদদেশে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন।
তবে দলীয় সূত্রে জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাত ৮ টা অব্দি প্রচার করতে পারবে না। তবে কালকের দিনটিকে সম্পূর্ণভাবে নষ্ট করতে চায় না তৃণমূল সুপ্রিমো। তাই তিনি আগামীকাল রাত সাড়ে ৮ টায় প্রচার শুরু করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তিনি কালকে রাত্রেবেলা বিধাননগরে প্রচার করবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ মুখ্যমন্ত্রীর চার জায়গায় জনসভা করার কথা ছিল। তবে তার মধ্যে বিধাননগর ছিল। আজ অর্থাৎ মঙ্গলবার মমতার কৃষ্ণগঞ্জ, বারাসাত, কল্যাণীর সভা বাতিল হয়ে গেছে। ভোট প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন এত রাত অব্দি জনসভা করেননি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গতকাল নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে একটি বিস্ফোরক টুইট করেন। তিনি টুইটারে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেছেন, “নির্বাচন কমিশনের ও গণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে আমি আগামীকাল বেলা ১২ টা ব থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবো।”