কোচবিহারের পরিবর্তন রথযাত্রার সূচনা সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে (Mamata Banerjee) ‘জয় শ্রী রাম’ চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অমিত শাহ (Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সোজা ও স্পষ্ট হুঙ্কার,”ভোটের পরে মমতাই জয় শ্রী রাম বলবেন”। এইদিন কোচবিহারে পৌঁছে প্রথমে মদনমোহন মন্দিরে পুজো দিতে যান স্বরাষ্ট্রমন্ত্রি। তার পরে সেখান থেকে রাসমেলা ময়দানের কাছে যান তিনি। সভা থেকেই ‘জয় শ্রী রাম’ স্লোগান বিষয়ে শাসক শিবিরের নেত্রীকে একের পর এক চাঁচাছোলা প্রশ্নে বিদ্ধ করলেন শাহ।
অমিত শাহের আজ বলেছেন, “জয় শ্রী রাম এখানে বলবে না তো কি পাকিস্তানে বলবে? জয় শ্রী রাম-এ কেন অপমান লাগে কেন আপনার? গোটা দেশ যেখানে জয় শ্রী রাম বলতে গর্ব বোধ করে, সেখানে জয় শ্রী রাম শুনলে মমতা দিদির অস্বস্তি বোধ হয়। একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করতেই আপনার অপমানে লাগে। তাই রাম নামে আপত্তি মমতা দিদির। তাদের তোষণ করে ভোট পেতে চান। কেন অন্য সম্প্রদায়ের মানুষরা কি ভোটার নন? তবে ভোটের পর মমতা দিদিও জয় শ্রী রাম বলবেন।” ভাষণের শেষে সমবেত জনতাকে নিয়ে ‘জয় শ্রী রাম’ গর্জন তুলতেও এদিন দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য, নেতাজির ১২৫ তম জন্মদিনে ভিক্টোরিয়া মেমরিয়ালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময় বিজেপি কর্মী সমর্থকরা তোলেন ‘জয় শ্রী রাম’ স্লোগান। মোদীর উপস্থিতিতে এই স্লোগান ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। মঞ্চ থেকে নীরব প্রতিবাদের সাথে নেমে যান মমতা। কোনও বক্তব্য না রেখেই ফিরে আসেন সেই দিন।