Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে জোড়া টুইটে রাজ্যবাসী ও কর্মী-সমর্থকদের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী, আর কি লিখলেন টুইটে

আজ অর্থাৎ শুক্রবার ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর তার উপলক্ষেই জোড়া টুইট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সকল রাজ্যবাসী এবং দলের কর্মী-সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।…

Avatar

আজ অর্থাৎ শুক্রবার ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর তার উপলক্ষেই জোড়া টুইট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সকল রাজ্যবাসী এবং দলের কর্মী-সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে তিনি দলীয় কর্মীদের একুশে নির্বাচনের আগে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং উন্নয়ন করার জন্য আহ্বান জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকাল সকাল তৃণমূল শিবিরের (Trinamool Congress) প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দুটি টুইট করেন।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম টুইটে লেখেন, “১৯৯৮ সালের ১ লা জানুয়ারি তৃণমূল পথ চলা শুরু করেছিল। আজ তৃণমূলের ২৩ বছর পূর্ণ হল। প্রত্যেকটি বছর সংগ্রাম করে কাটিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এই ২৩ বছরে তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে থেকে তাদের লক্ষ্যপূরণ করার চেষ্টা করেছে এবং মানুষদের জন্য কাজ করতে তারা সমর্থ হয়েছে।” দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেকটি মানুষকে তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে। সেই সাথে তৃণমূল কর্মী সমর্থকদের দলের প্রতি নিষ্ঠার সাথে কাজ করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল ভবনে তার প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সকালেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী ঘাসফুল পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করেন। এছাড়াও রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও শান্তনু সেন প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করতে গিয়ে সুব্রত বক্সী বলেছেন, “একুশের নির্বাচনে তৃণমূল আবারও বাংলায় আসবে। আমরা ভয় পাচ্ছি না। আমাদের জন্য এই নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে আমরা সবাই সঙ্গবদ্ধ হয়ে লড়াই করব। গোটা দেশে সংবিধান ধ্বংস করার প্রচেষ্টা চলছে কিন্তু আমরা তো আমাদের বাংলায় হতে দেবো না।”

About Author