আগামী শুক্রবার ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শনে যেতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করে দিলেন, শুক্রবার অর্থাৎ ২৮ মে ঘূর্ণিঝড় কবলিত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা পর্যবেক্ষণে যেতে চলেছেন তিনি।
ঘটনাস্থলের রিপোর্ট, সুন্দরবনের একাধিক জায়গা ভরা কোটালের কারণে প্লাবিত হয়েছে। তার পাশাপাশি, হিঙ্গলগঞ্জ এবং দীঘাও একইভাবে ক্ষতিগ্রস্ত। শুক্রবার মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জের মাধ্যমে তার পর্যবেক্ষণ সূচি শুরু করবেন। দুদিনের সফর প্রথমে হিঙ্গলগঞ্জ দিয়ে শুরু করে তারপর যাবেন সুন্দরবনে। সেখান থেকে সাগরে একটি বৈঠক করবেন মমতা। সেখান থেকে সরাসরি দীঘা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদীঘায় ২৯ মে একটি বৈঠক করে ত্রাণের কাজ খতিয়ে দেখবেন মমতা। তারপর সেখান থেকে সরাসরি কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। যদিও তার সফরসূচী কিছুটা পরিবর্তিত হয়েছে। আগে কথা ছিল তিনি বৃহস্পতিবার হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণে যাবেন। তবে বৃহস্পতিবার বড় দুর্যোগের আশঙ্কা থাকায় সেই সুচি পরিবর্তন করতে হয়েছে।
হেলিকপ্টারে করে বৃহস্পতিবার কোনভাবেই যাওয়া যাবে না, তাই এই সফর একদিন পিছিয়ে দিয়ে শুক্রবার বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শন করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগেও, গত বছর আম্ফানে ক্ষতিগ্রস্ত গ্রাম পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে, সেইবার ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে তার সাথে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমফানের সময় আমরা মোদি ও মমতাকে একসাথে হেলিকপ্টারের দেখলেও যশের সময় হয়তো সেই দৃশ্য আমরা দেখতে পাবো না।