Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লাইনে দাঁড়িয়ে সাধারণ রাজ্যবাসীর মত স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী বলে যে তিনি সাধারণ মানুষের থেকে আলাদা না সেই বার্তাই আজ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আর পাঁচজন সাধারণ রাজ্যবাসীর মত লাইন দিয়ে দাঁড়িয়ে নিজের স্বাস্থ্যসাথী…

Avatar

মুখ্যমন্ত্রী বলে যে তিনি সাধারণ মানুষের থেকে আলাদা না সেই বার্তাই আজ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আর পাঁচজন সাধারণ রাজ্যবাসীর মত লাইন দিয়ে দাঁড়িয়ে নিজের স্বাস্থ্যসাথী কার্ড নিলেন। সে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে তার বাসস্থান এর নিকটবর্তী হরিশ মুখার্জি রোডের জয় হিন্দ ভবনে দুয়ারে দুয়ারে শিবির থেকে নিজের স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ করলেন। আজ সকাল ১১ টা নাগাদ শিবিরে গিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করেন তিনি।

আজকে জয় হিন্দ ভবনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশ কমিশনার অনুজ শর্মা। কিন্তু কোনো বাড়তি সুবিধা নিলেন না মুখ্যমন্ত্রী। সকালে দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষের সাথে লাইন দেন মুখ্যমন্ত্রী। সেখানে তার লাইন এর আগে বেশ কয়েকজন দাঁড়িয়েছিল। কিন্তু তাদের থেকে এগিয়ে না গিয়ে তাদের পিছনে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। তাদের নেওয়া হলে স্বাস্থ্যসাথী প্রকল্পের নির্ধারিত টেবিলে পৌঁছান মমতা। তারপর আর পাঁচজনের মতো নিজের ছবি তুলে, বায়োমেট্রিক করিয়ে সমস্ত নিয়ম মেনেই স্বাস্থ্য সাথী কার্ড নিলেন তিনি। সেই সাথে সেখানে উপস্থিত বাকি রাজ্যবাসী ঠিকমতো দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পাচ্ছেন নাকি তা খতিয়ে দেখলেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমি একজন সাধারন মানুষ। এটাই আমার গর্ব। তাই সবার সাথে লাইনে দাঁড়িয়ে আমি আজ কার্ড নিলাম।” প্রসঙ্গত ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় স্বাস্থ্যসাথী কার্ড। তথ্য অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের ৭ কোটি মানুষ স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করেছে। কিন্তু রাজ্যের লক্ষ তারা প্রায় ১০ কোটি মানুষকে এই বীমার আওতায় নেবে।

About Author
news-solid আরও পড়ুন