আজ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সচেতনতার জন্য সতর্কতামূলক প্রচার করলেন। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক শেষ করার পরই মুখ্যমন্ত্রী যান খিদিরপুরে। গাড়িতে করেই তিনি মাইকিং করে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেন। খিদিরপুরের পরেই আজ আবার পার্ক সার্কাসে যান। সেখানে গিয়ে মানুষকে লকডাউন মানার জন্য অনুরোধ করেন।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী রাজাবাজার ও পার্ক সার্কাসে গিয়েছিলেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের লকডাউন সফলভাবে মানার জন্য গাড়িতে করে মাইকিং করেন। সকলকে অনুরোধ করেন। আজ ফের মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিট করেন খিদিরপুর ও পার্ক সার্কাসের এলাকায়। খিদিরপুরে গিয়ে গাড়িতে করেই তিনি কথা বলেন। তিনি বলেন যে গাড়ি থেকে নেমে কথা বলতে পারলে তিনি খুশি হতেন। কিন্তু লকডাউন চলায় সেটা সম্ভব হল না। প্রত্যেককে ঘরে থাকার জন্য তিনি অনুরোধ করেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএর পাশাপাশি লকডাউনের ফলে কারোর কোনোরকম অসুবিধা হলে পুলিশ প্রশাসনকে জানাতে অনুরোধ করেছেন। পুলিশ উপযুক্ত পদক্ষেপ নেবে বলে তিনি সকলকে আশস্ত করেন। কারোর জ্বর, সর্দি, কাশি হলে না লুকিয়ে হাসপাতালে যাবার জন্য বলেছেন। হাসপাতালে যেতে হলে পুলিশের সাহায্য নেবার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া চিকিৎসকের কথা মেনে চলতে বলেছেন। খিদিরপুরের পরেই মুখ্যমন্ত্রী ফের চলে যান পার্কসার্কাসে। সেখানকার মানুষদের আবার বাড়িতে থাকার জন্য ও লকডাউন মেনে চলার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী।