Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুয়ারে সরকার কর্মসূচির পরে এবারে দুয়ারে তৃণমূল কর্মসূচি শুরু করছে মমতা ব্যানার্জি

দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছিল। এবার সেই কর্মসূচির পরবর্তীতে তৃণমূল কংগ্রেস শুরু করতে চলল দুয়ারে দুয়ারে তৃণমূল কর্মসূচি। এই কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশে রাজ্য…

Avatar

দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছিল। এবার সেই কর্মসূচির পরবর্তীতে তৃণমূল কংগ্রেস শুরু করতে চলল দুয়ারে দুয়ারে তৃণমূল কর্মসূচি। এই কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশে রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়ন এবং প্রগতির খতিয়ান তুলে ধরবেন তৃণমূলের কর্মীরা। প্রত্যেক স্তরের কর্মীরা বাড়িতে বাড়িতে প্রচার করতে যেতে চলেছেন। ফেব্রুয়ারীতে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করার কথা। কিন্তু মমতা ব্যানার্জির এই নতুন কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সৈনিকরা নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন বোঝা যাচ্ছে।

জানা যাচ্ছে, ওই কর্মসূচিতে প্রতিটি পরিবারের কাছে দলে তরফ থেকে জনসংযোগ এবং মুখ্যমন্ত্রীর গৃহীত প্রকল্প গুলির সমস্ত খতিয়ান তুলে ধরবেন তৃণমূল কর্মীরা। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তারা কথা বলতে চলেছেন। সরকারি স্তরে দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান এই কর্মসূচির পাশাপাশি এবার চলবে দুয়ারে তৃণমূল কর্মসূচি। তৃণমূল কর্মীদের টানা ২৫ দিনের একটি প্রচারাভিযান করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল তরফে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে,”দলের তরফে যে কর্মসূচি দেওয়া হবে তা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করতে হবে। তার পাশাপাশি দলের নেতা এবং মন্ত্রীরা সাধারণ মানুষের প্রয়োজনীয় দাবি পূরণ করতে সচেষ্ট হবেন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, ভোট কৌশলী প্রশান্ত কিশোর ( Prashant Kishore) সকলকে কর্মসূচি জানিয়ে দিয়েছেন। সেই অনুযায়ী তৃণমূল নেতৃত্বের কাছে সমস্ত ইস্যুভিত্তিক রিপোর্ট পৌঁছে দেওয়া হচ্ছে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত দলীয় কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব কে চাঙ্গা করতে বৈঠক ডাকা হয়েছিল। জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

About Author