Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“বিজেপির রথ ভোগের রথ”, পরিবর্তন যাত্রাকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর 

শাসক শিবিরের নেত্রীর নিশানায় এইবার বিজেপির রথযাত্রা। রায়গঞ্জের জনসভা থেকে গেরুয়া শিবিরের রথযাত্রাকে তীব্র আক্রমণ করলেন শাসক শিবিরের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি কটাক্ষ করে বলেন,"বিজেপির…

Avatar

শাসক শিবিরের নেত্রীর নিশানায় এইবার বিজেপির রথযাত্রা। রায়গঞ্জের জনসভা থেকে গেরুয়া শিবিরের রথযাত্রাকে তীব্র আক্রমণ করলেন শাসক শিবিরের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি কটাক্ষ করে বলেন,”বিজেপির রথ ভোগের রথ। বিজেপির নেতারা নিজেদের কি দেবতা ভাবছেন নাকি? এইবার কি ওদের পুজো করতে হবে?” জগন্নাথদেবের রথযাত্রা উৎসবকে কালিমালিপ্ত করছে গেরুয়া শিবির, এমনটাই অভিযোগ আনেন তৃণমূল সুপ্রিমো।

আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে বাংলার বিজেপি বনাম শাসক শিবিরের কড়া টক্কর। বাংলায় জনসংযোগের জন্য ‘রথযাত্রা’ শুরু করেছে বিজেপি। সেই ‘পরিবর্তন যাত্রা’ এর উদ্বোধন করতে বহুবার এই বাংলা আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। ১১ ফেব্রুয়ারি কোচবিহারে আসছেন গেরুয়া শিবিরের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি সভাপতি অমিত শাহ। তিনিও রথযাত্রার উদ্বোধন করবেন। তার আগে উত্তরবঙ্গের জনসভা থেকে সেই ‘পরিবর্তন রথযাত্রা’ কে তীব্র আক্রমণ করলেন মমতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিনের সভা থেকে ধর্মীয় রথযাত্রার ইতিহাস তুলে ধরেন মমতা। তার কথায়, এর আগে জগন্নাথ দেব, যুদ্ধের রথ দেখেছে দেশের মানুষ। সীতাকে হরণ করতে রাবণের রথের কথা জানা আছে সাধারণ মানুষের।এর পরই তৃণমূল নেত্রীর প্রশ্ন, “এ কেমন রথ? পাঁচতারা হোটেলের সমস্ত সুবিধা মিলছে এই রথে। বিজেপি নেতারা সেখানে থাকছেন, খাচ্ছেন, মজা করছেন। এ তো ভোগের রথ। তাহলে কি বিজেপি নেতারা নিজেদের দেবতা ভাবছেন? ওদের কি আমাদের এবার পুজো করতে হবে।” এখানেই শেষ নয়, এই রথযাত্রাকে ‘বেনামী’ হোটেল বলেও কটাক্ষ করেন মমতা।

এইদিন সভা থেকে দলত্যাগীদেরও বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো। তার বক্তব্য,”যারা গিয়েছে ভালো হয়েছে। ঈশ্বরকে আমাকে বাঁচিয়েছেন।” তার কথায়,”কিছু কিছু ভুইফোড় যাদের কাজ করতে পাঠিয়েছিলাম, তাঁরা অনেকেই গুছিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে রাম ছাগলের ছানার মতো।”

About Author