Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগে নিজের চেয়ারের সম্মানটা রাখুন, কৃষি বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার

কৃষি আইনের বিরোধিতা করে সারাদেশে ঝড় উঠেছে। কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গুলির ধর্মঘটে উত্তাল সারাদেশ। তাদের প্রধান দাবি ছিল, এই কৃষি আইন প্রত্যাহার করা। এদিন রাজ্যসভায় কৃষি বিল পাস হওয়ার পরে…

Avatar

কৃষি আইনের বিরোধিতা করে সারাদেশে ঝড় উঠেছে। কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গুলির ধর্মঘটে উত্তাল সারাদেশ। তাদের প্রধান দাবি ছিল, এই কৃষি আইন প্রত্যাহার করা। এদিন রাজ্যসভায় কৃষি বিল পাস হওয়ার পরে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের আগে, এই কৃষি আইন কে ইস্যু করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই কৃষি আইনের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন মমতা।

মঙ্গলবার নবান্ন থেকে তিনি সরাসরি আক্রমণ করলেন নরেন্দ্র মোদিকে। তিনি বললেন,”প্রধানমন্ত্রীকে বলবো, আপনার চেয়ারের সম্মানটা রাখবেন। কৃষক বিলের কারণে কৃষকদের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ” এছাড়াও তিনি বললেন,”কেউ কেউ আসবে যারা সব কিছু লুটে নিয়ে যাবে। কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না কেন।” করোনা ভ্যাকসিন নিয়ে এদিন কেন্দ্রকে তোপ দাগলেন মমতা। একইসঙ্গে তিনি আরো বললেন,”আমাদের কৃষক ভালো থাকুক এটা আমরা চাই। রাজীব গান্ধী এর থেকে বেশি আসন নিয়ে সরকার গড়েছিলেন। কিন্তু তারা কোনদিন এই কাজ করেননি।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একইসঙ্গে মমতা বললেন,”যারা বিজেপিতে আগে থেকে আছেন তারা কৃষক বিরোধী এই ধরনের কাজ কোনদিন সমর্থন করতেন না। আর এখন তারাই এই বিল নিয়ে এসেছেন।” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুংকার দিয়েছিলেন, কৃষি আইন বাতিল করার জন্য তৃণমূল সরকার দিলি অব্দি যাবে। মমতা কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে আরো বলেন,”কেন্দ্রীয় সরকার কৃষকদের রোজগার দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ হয়েছেন। আর এই কৃষি আইন কৃষকদের সব কিছু লুটে নেবে।”

About Author