Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাম-কংগ্রেস এর ‘দাদাগিরি’ বরখাস্ত করব না : মমতা

ধর্মঘট প্রসঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে "দাদাগিরি" করার অভিযোগ আনলেন। এই বিরোধী দলগুলির উদ্দেশ্যে মাননীয়া মন্ত্রী তীব্র আক্রমণ করে বলেন, "রাজ্যে যে দলের রাজনৈতিক কোনো…

Avatar

ধর্মঘট প্রসঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে “দাদাগিরি” করার অভিযোগ আনলেন। এই বিরোধী দলগুলির উদ্দেশ্যে মাননীয়া মন্ত্রী তীব্র আক্রমণ করে বলেন, “রাজ্যে যে দলের রাজনৈতিক কোনো অস্তিত্ব নেই তারা ধর্মঘট নিয়ে সস্তা রাজনীতি করে অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “বাংলায় আমরা কোনো ধর্মঘট হতে দেবো না।” দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে প্রায় ২৫ কোটি মানুষের সর্বভারতীয় ধর্মঘটে অংশ নেওয়ার কথা জানা গেছিল।  তবে গতকালই সরকারি দপ্তরের কর্মীদের ভারত বনধে যোগ না দেওয়ার কথা পরিস্কার ভাবে জানিয়েছে সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : সস্তায় পাবলিসিটি পাওয়ার জন্য গুন্ডামি করছে সিপিএম, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

সরকারি অফিসগুলোতে বলা হয়েছে যে প্রতিবাদসহ যে কোনও রূপে ধর্মঘটে অংশগ্রহণ করলে কর্মচারীদের তার ফল ভোগ করতে হবে। বেতন কাটাসহ শাস্তিও ভোগ করতে হবে সরকারি কর্মচারীদের। তবে মুখ্যমন্ত্রী বন্ধ সমর্থন না করলেও বন্ধের কারণকে সমর্থন করেন এমনটাই জানিয়েছেন তিনি।

About Author