Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুরুলিয়ার জনসভায় ফের বিক্ষোভ, মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা চলাকালীন আরো একবার বিক্ষোভের সম্মুখীন হল রাজ্য তৃণমূল কংগ্রেস। হুটমুরা জনসভাতে পুরুলিয়ার স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা মৃদু বিক্ষোভ দেখিয়েছেন। আর এই কারণে মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী…

Avatar

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা চলাকালীন আরো একবার বিক্ষোভের সম্মুখীন হল রাজ্য তৃণমূল কংগ্রেস। হুটমুরা জনসভাতে পুরুলিয়ার স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা মৃদু বিক্ষোভ দেখিয়েছেন। আর এই কারণে মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ঠিক তার পরে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা চুক্তির ভিত্তিতে কাজ করে থাকেন এবং কাজের শেষে তাদের বেতন দেওয়া হয়। কিন্তু কোন মাসিক বেতনের বন্দোবস্ত তাদের কাছে নেই। স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা বর্তমানে মাসিক বেতনের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে বিক্ষোভ জানিয়েছেন। পুরুলিয়ার হুটমুরা জনসভাতে মুখ্যমন্ত্রী বক্তৃতা দেওয়ার সময় বিক্ষোভ দেখাতে শুরু করেন সেই প্রশিক্ষকরা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি পরিকল্পনা মাফিক তার সভায় অশান্তি করার জন্য এই সমস্ত করছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই সমস্ত চলতে থাকলে আগামী দিনে বিজেপির সভাতেও বিশৃঙ্খলা তৈরি করা হবে। যদিও তারপরে বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন একাধিক ইস্যুতে গেরুয়া শিবির কে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবির রাজ্যে শুধুমাত্র বিশৃঙ্খলা তৈরি করার জন্য রয়েছে বলেও তার কটাক্ষ। বিজেপি মাওবাদীদের মতো ভয়ঙ্কর। বিষাক্ত সাপ, বিরসা মুন্ডা কে অপমান করেছে। অন্যের ছবিতে মালা দিয়েছে। রাজ্যে এরকম করলে মুখে প্লাস্টার দিয়ে দেবে রাজ্যবাসী।” বললেন মমতা। তার দাবি,” এরা ভোট নিয়ে দিল্লি পালিয়ে গিয়েছে। ভোটের আগে মণ্ডা মিঠাই, ভোটের পরে কাচকলা।” কড়া ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন পুরুলিয়ার সভা থেকে।

About Author