
অমিত শাহ (Amit Shah) দাবি করেছিলেন, এবারের নির্বাচনে জয়লাভ করে বাংলায় ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি। আর এদিনের উত্তীর্ণের সভা থেকে তার এই মন্তব্যকে সরাসরি কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।এদিনের সভায় থেকে তিনি অমিত শাহ কে কদর্য এবং দৈত্য পরায়ন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি অমিত শাহ কে কটাক্ষ করে বলেন তিনি শারীরিকভাবে আক্রমণ করছেন বলে মমতার মনে হচ্ছে। এছাড়াও কোচবিহারের সভা থেকে যেই মন্তব্য অমিত শাহ করেছিলেন, সেগুলিকে ধরে ধরে কটাক্ষ করেছেন মমতা।
মমতা ব্যানার্জি অমিত শাহ কে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তার জয় শ্রীরাম মন্তব্য কে কটাক্ষ করে তিনি বলেন, দিদি গলা কেটে দেবে কিন্তু আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না। এছাড়াও রাজনৈতিক আক্রমণে পিসি ভাইপো কটাক্ষের জবাব দিয়েছেন মমতা ব্যানার্জি। সেই প্রসঙ্গে তিনি অমিত শাহের পূত্র জয় শাহের (Jay Shah) কথা তুলে এনেছেন। এছাড়াও, অমিত শাহের ভাষার কদর্যতা এদিন তিনি মনে করিয়ে দিলেন। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে জিতে এসে সরকার করার দাবি করেছিল বিজেপি। অমিত শাহের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ফুচকা খাবার ক্ষমতা নেই আবার ফুলকো লুচি খাবে।
এছাড়াও তিনি সিপিএম এবং কংগ্রেস কে একসাথে একটি খেলায় আহ্বান জানিয়েছেন। তার সঙ্গে তিনি লিখেছেন ভারতীয় জনতা পার্টি কে। তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলকে গো হারান হারানোর। তিনি হুংকার দিয়েছেন, “দিদি সে যো টাকরায়গা ও চুর চুর হো জায়গা।” এছাড়াও অমিত শাহ কে তিনি দুর্নীতি পরায়ন হিসেবে অভিযোগ করেন। তিনি বলেন, ভাষা ব্যবহারের ক্ষেত্রে সংযম দেখান। এটা বাংলা, এখানে গুন্ডামি চলবে না। এছাড়াও কোচবিহারের সভা থেকে অমিত নাগরিকত্ব আইন নিয়ে মন্তব্য করেছিলেন। উত্তীর্ণের সভা থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় সি এ এ কে সংক্ষেপে ক্যা – হিসাবে কটাক্ষ করেন। তিনি বলেন, ” এখানে যতই ক্যা কু করো, কোনো ট্যা ফু চলবে না।”