Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর কিছুদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে বিধানসভা ভোটের দিনক্ষণ, দলীয় কর্মীদের তৈরি থাকার নির্দেশ মমতার

এক সপ্তাহের মধ্যে ঘোষণা হয়ে যাবে বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ নির্ঘণ্ট। আলিপুরদুয়ারের সভা থেকে এমনটাই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছুদিন আগে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) বলেছিলেন,…

Avatar

এক সপ্তাহের মধ্যে ঘোষণা হয়ে যাবে বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ নির্ঘণ্ট। আলিপুরদুয়ারের সভা থেকে এমনটাই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছুদিন আগে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) বলেছিলেন, নির্বাচন একদম সামনে। আর এবারে ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচনের সম্পূর্ণ নির্ঘণ্ট। মমতা এদিন আলিপুরদুয়ারের সভা থেকে বার্তা দিলেন আর সাতদিন কি আটদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে।বাংলার সবকটি আসন এর বিধানসভা নির্বাচন মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে হয়ে যাবার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তার মধ্যেই রাজ্যের সমস্ত ভোট প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। সেরকম ভাবেই ইঙ্গিত দিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। মে মাসের তৃতীয় সপ্তাহে ভোট পর্ব মিটে যায়। তার আগে বুধবার তৃণমূল সুপ্রিমো দলীয় কর্মীদের কাজে নেমে পড়ার জন্য বার্তা দিয়ে দিলেন এদিন আলিপুরদুয়ারের সভা থেকে। পাশাপাশি তিনি বললেন তাঁর সরকারের সমস্ত প্রকল্পের কথা নির্বাচনে সকল কে জানাতে হবে।তিনি আরো বলেছেন, “আমরা আমাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি রেখেছি। যেটুকু বাকি আছে সেটুকু নির্বাচনের পরে করে দেওয়া হবে। তাই হাতে বেশি সময় নেই এবং আগামী কিছুদিনের মধ্যে থেকে আমাদের কাজ শুরু করে দিতে হবে। আগামী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করে দেবে।”আলিপুরদুয়ারে এদিন বুথের হাল-হকিকত দেখতে জেলাশাসক দের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। জানা যাচ্ছে এবারে ৩০ শতাংশ বুথ বাড়বে এই রাজ্যে। এছাড়াও বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম দের জন্য আলাদা ভাবে ২,৯৫০ টি বুথ চিহ্নিত করা হয়েছে এবং সেগুলি উপর তলা থেকে নিচ তলায় নামিয়ে আনা হয়েছে। রাজ্যের সমস্ত বুথ নীচতলায় থাকতে চলেছে।
About Author