Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুক্রবার মোদির বিগ্রেড, শিলিগুড়িতে পাল্টা মিছিল মমতার, রাজনৈতিক মহলে প্রস্তুতি তুঙ্গে

একুশে বিধানসভা নির্বাচন শিয়রে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। নির্বাচন কমিশন বাংলায় ৮ দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে। এবারে…

Avatar

একুশে বিধানসভা নির্বাচন শিয়রে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। নির্বাচন কমিশন বাংলায় ৮ দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে। এবারে নির্বাচনে তৃণমূল-বিজেপি লড়াই যে বেশ হাড্ডাহাড্ডি হবে সেই নিয়ে কোন সন্দেহ নেই। এরইমধ্যে আগামী ৭ মার্চ অর্থাৎ রবিবার বাংলায় ব্রিগেডে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভোটের দিন ঘোষণার পর এই প্রথম নরেন্দ্র মোদি বাংলায় পা রাখবেন। ব্রিগেড সভা থেকে তিনি যে রাজ্য সরকারের অরাজকতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আক্রমণ করবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

তবে চুপ করে থাকার পাত্র নয় তৃণমূল কংগ্রেস। মোদীর ব্রিগেড সভার দিন শিলিগুড়িতে একটি মিছিলে উপস্থিত থাকবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭ মার্চ শিলিগুড়ি শহরে একটি মহিলা কর্মীদের মিছিলে পা মেলাবেন। বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির আক্রমণের পাল্টা জবাব দেবেন শিলিগুড়ি শহর থেকে। আসলে নির্বাচনের প্রাক্কালে কোন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে প্রস্তুত নয়। এই অবস্থায় প্রধানমন্ত্রীর ব্রিগেডে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণকে প্রতিহত করার জন্য একপ্রকার প্রস্তুত তৃণমূলনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শিলিগুড়িতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের রুট এখনো অব্দি স্থির হয়নি। এই প্রসঙ্গে শিলিগুড়ি তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল হবে বলে তাদেরকে জানানো হয়েছে। এখন অব্দি মিছিলের পথ ভাবা হয়নি। তবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে জোড় কদমে। এরপর শীর্ষ দলনেতারা যা বলবে তা পালন করা হবে।”

অন্যদিকে মুখ্যমন্ত্রীর শিলিগুড়িতে মিছিল করাকে তীব্র আক্রমণ করেছেন এক বিজেপি নেতা। তিনি বলেছেন, “দিদি যত ইচ্ছে মিছিল করুক কিন্তু তিনি মোদিজীর আক্রমণের উত্তর দিতে পারবেন না। উত্তর দেওয়া তো দূরের কথা, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে কলকাতা ছেড়ে শিলিগুড়িতে চলে যাচ্ছেন।” প্রসঙ্গত উল্লেখ্য, শিলিগুড়িতে মিছিলের পর আগামী দিন ৮ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরও একটি মিছিলে উপস্থিত থাকবেন।

About Author