Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শাহিনবাগে আন্দোলনকারীদের উপর গুলি চালানো প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে ফের একবার বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি নির্বাচনের আগে ইচ্ছা করে ভয় ও অশান্তির পরিবেশ সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। শাহিনবাগে আন্দোলনকারীদের গুলি…

Avatar

দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে ফের একবার বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি নির্বাচনের আগে ইচ্ছা করে ভয় ও অশান্তির পরিবেশ সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। শাহিনবাগে আন্দোলনকারীদের গুলি চালানোর কথায় তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করেন। যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘যোগী বলছেন গুলি চালাও, কেন্দ্রীয় মন্ত্রীরা বলছেন গুলি চালাও। গুলি চালানো ছাড়া কোনো কথা নেই, এমনকি সুপ্রীম কোর্ট পর্যন্ত বলেছে শান্তিপূর্ণ আন্দোলন।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ‘দিল্লির ভোটের সময়ই ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। সকলেই বলছে আন্দোলনকারীদের উপর গুলি চালাও। এরা সুবিধাবাদী, দেশ আজ বিপাকে। বিজেপির প্রত্যেকে দাঙ্গা বাঁধানোয় উৎসাহ দিচ্ছে।’ মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘বিজেপি সাম্প্রদায়িক কার্ড খেলছে কারণ তাদের কোনো উন্নয়নমূলক কাজ নেই।’ প্রতিবার ভোটের আগে এই কার্ড খেলা হয় বলেও মন্তব্য করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দিল্লি নির্বাচন : এবার লড়াই কেজরিওয়াল বনাম সত্যের : গৌতম গম্ভীর

তৃণমূল নেত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্যেশ্য করে বলেন, ‘একজন মুখ্যমন্ত্রী কিভাবে গুলি চালানোর কথা বলতে পারেন? এর আগে আমি এমন মন্তব্য শুনিনি। কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত বলছেন একই কথা।’

About Author