Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিজেপির সভার পাল্টা মালদায় সভা মমতার, ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল

এবারের নির্বাচনী রণক্ষেত্র মালদা। কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা (JP Nadda) সভা করে গিয়েছেন মালদাতে। এবারে তার সবার পাল্টা আগামী ১০ ফেব্রুয়ারি সভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা…

Avatar

এবারের নির্বাচনী রণক্ষেত্র মালদা। কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা (JP Nadda) সভা করে গিয়েছেন মালদাতে। এবারে তার সবার পাল্টা আগামী ১০ ফেব্রুয়ারি সভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমে মালদার গাজলে জনসভার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু তারপরে মালদহে শহরে মেগা রোড শো হওয়ার কারণে মালদহ শহরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার জন্য বেছে নিয়েছেন। মালদহের d.s.a. স্টেডিয়াম সংলগ্ন মাঠে জনসভা হতে চলেছে।

বিপুল জমায়াতের পরিকল্পনা করা হয়েছে তৃণমূলের তরফে। উত্তর দিনাজপুরে প্রথম সভা করার পর দ্বিতীয় সভা ইংরেজবাজার হতে চলেছে। ইংরেজবাজার বিধানসভার দিকে এবারে পাখির চোখ করে রয়েছেন বিজেপির নেতারা। গত লোকসভা নির্বাচনে ইংরেজবাজার এর সব থেকে বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি।তারমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি রোড শো এর মাধ্যমে মালদহের জেলাসদর ইংরেজবাজার থেকে নিজেদের পালে হাওয়া তুলে নিয়েছেন। এবারে, মালদহ শহরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য বেছে নিয়েছেন। তৃণমূলের স্পষ্ট বার্তা, বিধানসভার লড়াইয়ের ময়দানে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে রাজি নন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত লোকসভা নির্বাচনে জেলার দুটি লোকসভার কোন আসন পাইনি তৃণমূল কংগ্রেস। তবে জেলার রতুয়া এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভায় অন্য দুই প্রতিপক্ষ বিজেপি এবং বাম কংগ্রেসের থেকে বেশ কিছুটা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। এবারে মালদহে ত্রিশঙ্কু নির্বাচন হতে চলেছে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে মালদহ জয়লাভ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। যদিও গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাত থেকে চলে যায় ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র। ইংরেজবাজার কে টার্গেট করে এবারে ভোটে ঘুরে দাড়াতে মরিয়া শাসক শিবির।

About Author